পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রুনাই দারুসসালামে বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কন্স্যুলার ও শ্রমকল্যাণ সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে জরুরি প্রয়োজনে হাই কমিশনের টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বন্দর সেরি বেগাওয়ান ব্রুনাই দারুসসালামস্থ বাংলাদেশ হাই কমিশনের দূতালয় প্রধান জিলাল হোসেন আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
ব্রুনাই থেকে নির্ভরযোগ্য সূত্র জানায় আজ শুক্রবার দেশটিতে সর্বোচ্চ করোনা সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৩ জনে। ব্রুনাই থেকে বাংলাদেশ হাই কমিশনের সাবেক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গতকাল দেশটির একটি বাংলাদেশি কর্মীর ডরমিটরিতে করোনা পরীক্ষায় তিন শতাধিক বাংলাদেশি কর্মী করোনায় পজেটিভ ধরা পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।