পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অনুমোদনহীন ও নিষিদ্ধ ভার্চুয়াল-কারেন্সি, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন বেটিং (জুয়া), অবৈধ পণ্য কেনাবেচা ও প্রতারণার অভিযোগে বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে রাজধানী ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল আইডি কার্ডের পেপারশিট, কম্পিউটার, প্রিন্টার, ট্যাব, ল্যাপটপ, মডেমসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বিভিন্ন ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের অপব্যবহার করে সাধারাণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।