Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈরী আবহাওয়া ছাপিয়ে চট্টগ্রামে ক্রিকেট রণাঙ্গন

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৮ এএম, ১২ অক্টোবর, ২০১৬

 

 

শামীম চৌধুরী : অ্যাসেজকে ঘিরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কথার লড়াই এতোদিন রূপ দিয়েছে ক্রিকেট যুদ্ধের। বছরের পর বছর ২২ গজী পিচ, আর ক্রিকেট মাঠকে রনাঙ্গণে রূপ দিয়েছে পাক-ভারত ক্রিকেট ম্যাচও। দৃশ্যপট বদলে এখন বাংলাদেশ-ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচে সেই রনাঙ্গণ প্রস্তুত চট্টগ্রামে! গতকাল সারা দিনের বৃষ্টিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢেকে রাখা মাঠ একটি বারের জন্য যায়নি খোলা। নি¤œচাপের কারণে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত পেয়ে বন্দর নগরবাসীর প্রাণচাঞ্চলে নেমে এসেছে স্থবিরতা। আজও আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। সিরিজ নির্ধারণী ম্যাচের সামনে দাঁড়িয়ে যেখানে দল দু’টির ভাবনার কারণ হয়ে দাঁড়ানোর কথা বৈরী আবহাওয়া, সেখানে ম্যাচটির গায়ে একটু বেশিই উত্তাপ লাগিয়ে দিয়েছে গত রোববার রাতে মাশরাফিদের সিরিজে ফেরার ম্যাচে মেজাজ বিগড়ে যাওয়ার ২টি ঘটনা! জস বাটলারের বিপক্ষে রিভিউ আপীলে জিতে মাশরাফিদের উৎসবকে কেন্দ্র করে ইংলিশ অধিনায়কের আক্রমণ, ম্যাচ শেষে হাত মেলাতে যেয়ে তামীমের উপর বেন স্টোকের চড়াও হওয়ার ঘটনার রেশ যেনো কাটছেই না। বরং ওই অক্রিকেটীয় আচরণই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুত করেছে ক্রিকেট রনাঙ্গণ!
এই ম্যাচটি জিতলে অনেক কিছুর জবাব দিতে পারবে বাংলাদেশ দল। সর্বশেষ ৪ দেখায় ইংল্যান্ডকে ৩ বার হারানোয় উজ্জীবিত বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের ট্রফি আনন্দে ভাসবে। ২০১৪ সাল থেকে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে অপ্রতিরোধ্য মাশরাফির দল ইতোমধ্যে নিজেদের ইতিহাসে টানা ৬টি সিরিজ জিতে উঠে এসেছে অন্য উচ্চতায়। আজ জিতলে অস্ট্রেলিয়ার (২০০২-২০০৪ টানা ১০টি সিরিজ, ২০০৮-২০০৯ টানা ৯টি সিরিজ,২০১৪-২০১৬ টানা ৭টি সিরিজ) পর তৃতীয় সর্বাধিক টানা ৭ম ওয়ানডে সিরিজ জয়ে নুতন ইতিহাস রচনা করবে বাংলাদেশ।
তবে এমন একটি লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বৈরী আবহাওয়া বাড়াচ্ছে যখন দূর্ভাবনা, তখন ইংল্যান্ড ক্রিকেটারদের অশোভন আচরণ ম্যাচ পূর্ব আলোচনায় পাচ্ছে অধিক গুরুত্ব। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অবশ্য গত রোববারের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে কৌশলগত এবং মনস্তাত্বিক লড়াইয়ে জিতে সিরিজের ট্রফি তুলতে চান হাতেÑ ‘বৃষ্টি তো অবশ্যই চিন্তার ব্যাপার। টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। খেলা চলাকালীন সময়ে বৃষ্টি হতে থাকলে, ম্যাচ বন্ধ হলে, নানা হিসেব নিকেশ করতে হয়। তবে গত ম্যাচে উইকেট পাওয়ার পর আমরা স্রেফ সেলিব্রেট করছিলাম। এটাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। সব দলই উইকেট পেলে উদযাপন করে। তবে ম্যাচ রেফারি হয়ত ভেবেছে উদযাপনটা কোড অব কন্ডাক্টের বাইরে হয়ে গেছে। তার সাজাও তিনি দিয়েছেন। তারপরও আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে আমাদের দল পুরোপুরি স্বাভাবিক আছে। আমি শতভাগ নিশ্চিত, ওটা নিয়ে ভাবছেও না কেউ। আমরা ভাবছি খেলা কিভাবে ভালো খেলা যায়। আমি নিশ্চিত ছেলেরা সবাই সেরা খেলা খেলতে চেষ্টা করছে। ম্যাচে মন দিচ্ছি।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের রেকর্ডটা দারুণ। জিম্বাবুয়েকে ৪৪ রানে এবং ওয়েস্ট ইন্ডিজকে ৬১রানে অল আউটের মতো রেকর্ড আছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অল আউটের লজ্জা মুছে দিতে পেরেছে বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৮ম উইকেটে ৫৮ রানের অবিশ্বাস্য জুটিতে ২ উইকেটে জয়ে। উপর্যুপরি ২য় জয়ে হল্যান্ডকে ছিন্ন ভিন্ন করেছে সেই বিশ্বকাপে। গত বছর দ.আফ্রিকার বিপক্ষে ঢাকায় ওয়ানডে সিরিজের ফল যখন ১-১, তখনো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে অফুরন্ত প্রাণশক্তি ফিরে পেয়েছে বাংলাদেশ দল, ৯ উইকেটে জিতে দ.আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের ট্রফি ঘরে তুলেছে মাশরাফির দল। টানা ৭ম ওয়ানডে সিরিজের ট্রফি জয়ে তাই মাশরাফিদের পেরনা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামÑ ‘এই মাঠে আমাদের রেকর্ড অবশ্যই ভালো। তবে তা ধরে নিয়ে তো ম্যাচ খেলতে নামা যায় না। এই ম্যাচে জিততে অবশ্যই মরিয়া থাকব। যদি বাইরের কিছু নিয়ে কেউ জিততে চায়, আমি বলব স্রেফ অপ্রয়োজনীয় চাপ নেওয়া হবে। আমি মনে করি আমাদের খেলাটা নরম্যাল খেলতে পারলেই হবে।’
২০১০ সালে নিজেদের মাঠ ব্রিস্টলে বাংলাদেশের কাছে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে,২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে হেরে কি শিক্ষাটাই না পেয়েছে ক্রিকেটের জনক দেশটি। শ্রীলংকা-পাকিস্তানকে ওয়ানডে সিরিজে উড়িয়ে দিয়ে বাংলাদেশে পা রেখেই কঠিন বাস্তবতার মুখোমুখি ইংল্যান্ড দল। ফাইনালে রূপ পাওয়া ম্যাচের সামনে দাঁড়িয়ে তাই ইংলিশ কোচ ট্রেভর বেলিস সতর্কÑ ‘প্রথম দুই ম্যাচ খেলে বোঝা গেছে, তাতে বাংলাদেশকে এখন আর হারানো সহজ কাজ নয়। তারা ভালো একটি দল। বিশেষ করে নিজেদের মাঠে তাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। গত ১২-১৮ মাসে এখানে খেলতে এসে অনেক দলই বুঝে ফেলেছে যে বাংলাদেশ আর আগের মতো দল আর নয়।’ সাম্প্রতিক সময়ে ৩২ ম্যাচের মধ্যে ১৪টিতে যারা ৩’শ প্লাস করেছে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারাই কি না ২৩৯ চেজ করতে পারেনি। ওই ম্যাচের দু:সহ ছবিগুলো বার বার দেখেছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড তাই এই ম্যাচে আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চায়, এমনটাই জানিয়েছেন অল রাউন্ডার মইন আলীÑ‘ হতাশার খবর, আমরা অতীতের ইংল্যান্ড দলের মতো সে ম্যাচে ব্যাট করেছি। চেজ করতে নেমে এমনটা হতে পারে। তবে আমরা যেমনটা খেলতে চেয়েছি, তেমনটা পারিনি।’ কিছুদিন আগে আমরা যে খেলা খেলেছি, তা খেলতে চাই। বাংলাদেশ হোমে দারুণ একটি দল। তাদের বিপক্ষে জিততে হলে বড় স্কোর করতে হবে। আমরা এখনো সেরা খেলাটা খেলিনি, তেমন খেলার অপেক্ষাই করছি। ’
অক্রিকেটীয় ঘটনায় দু’দলই যে ভেতরে ভেতরে তেঁতে আছে। তার বিস্ফোরণ ঘটবে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, তা বলাই বাহুল্য।

যদি বাজে আবহাওয়ার কবলে পড়ে সত্যিই ম্যাচটি ভেস্তে যায়, আর বিসিবির রিজার্ভ ডে’র প্রস্তাব ইংল্যান্ড প্রত্যাখ্যান করায় বৃষ্টিতে ভিজে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনা ক্রিকেটপ্রেমী চট্টলাবাসীদের আনন্দে সত্যিই একটি ধাক্কা হয়ে আসবে ইংল্যান্ডের এমন সিদ্ধান্ত।



 

Show all comments
  • সবুর খান ১২ অক্টোবর, ২০১৬, ২:১৬ পিএম says : 0
    এই ম্যাচটি জিতলে অনেক কিছুর জবাব দিতে পারবে বাংলাদেশ দল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈরী আবহাওয়া ছাপিয়ে চট্টগ্রামে ক্রিকেট রণাঙ্গন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ