পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও এখনও সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে কোন বিদেশি অতিথি নিশ্চিত করেননি বলে জানিয়েছেন দলটির সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম।
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-পরিষদ বৈঠক-পূর্ব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির সম্মেলন সফল করতে এ কমিটি গঠন করা হয়েছে।
অভ্যর্থনা উপ-পরিষদ আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, আমরা ইতোমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনও আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারব, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আমরা আশা করি এ সকল আমন্ত্রিত অতিথি আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলনকে আরও বর্ণাঢ্য করবে।
তবে গত মাসের শেষের দিকে অভ্যর্থনা উপ-পরিষদ বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছিলেন, বিশ্বের প্রায় ৬০-৭০টি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসিম বলেন, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কিনা সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল নেবে। আমি মনে করি, জয় দেশের সম্পদ, দল যদি তাকে উপযুক্ত মর্যাদা দেয়; তাহলে তিনি দলের সম্পদ হবেন। সম্মেলনে রংপুর থেকে সজীব ওয়াজেদ জয়কে কাউন্সিলর করায় দেশবাসী অনুপ্রাণিত হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল নির্ধারিত সময়ের মধ্যে দলের সম্মেলন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
অভ্যর্থনা উপ-কমিটির এ আহ্বায়ক জানান, জামায়াত ছাড়া দেশের সকল রাজনৈতিক দলকে আমাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপ-পরিষদ সদস্য সচিব ডা. দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, মেয়র আনিসুল হক, কর্নেল (অব.) ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, আব্দুর রহমান, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, মনিরুজ্জামান মনির, এ্যাম্বাসেডর জমির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।