পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা: পানি, খাদ্য ও শক্তি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে দ্বিতীয় এশিয়া কো-অপারেশন ডায়লগে (এসিডি) অংশ নেয়া দেশগুলো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধন আরো দৃঢ় করার মাধ্যমে শান্তিপূর্ণ ও নিবিড়ভাবে উন্নয়ন সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরো জানান, শুধু মাত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনই যথেষ্ট নয়। সেই সঙ্গে দেশগুলোর মানুষদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। আরো বাড়াতে হবে বাণিজ্যিক যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্যোগ ও শ্রমশক্তির বণ্টন।
সেই সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ক এসিডি’র প্রথম ওয়ার্কিং গ্রুপ মিটিং বাংলাদেশে করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এ সময় রাশিয়া ও জাপানের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী গত রোববার এসিডি বিজনেস কানেক্ট ফোরামে অংশগ্রহণ করেন। সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিনিধিদলও অংশগ্রহণ করেছে।
এর আগে গত সোমবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধিদলের প্রধান এবং সে দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. থানি বিল আহমেদ আল-জাউদির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম দ্বিপাক্ষিক বৈঠক দুটিতে উপস্থিত ছিলেন। এ সময় ভারত ও ইউএই’র রাষ্ট্রদূতরাও সংশ্লিষ্ট দেশের সঙ্গে বৈঠককালে উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং বৈঠককালে বলেন, যোগাযোগ, নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং অভিবাসী কল্যাণসহ দ্বিপাক্ষিক বিষয়ে ঢাকা ও নয়াদিল্লী আরও নিবিড়ভাবে কাজ করবে।
শাহরিয়ার আলম এসময় ইয়েমেন থেকে সম্প্রতি বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের ফেরত আনার ব্যাপারে সহযোগিতার জন্য ভারতের প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. থানি বিল আহমেদ আল-জাউদির সঙ্গে আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তি বিষয় কারিগরি সহায়তা নির্বাচনসহ আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা এবং সে দেশে শ্রমবাজার পুনরায় চালু ও অভিবাসী শ্রমিকদের কল্যাণসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী আগামী ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য রফতানি মেলায় বাংলাদেশকে কিছু ভাল স্টল বরাদ্দের জন্যও অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।