Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কিলার আতঙ্ক

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে কিলার আতঙ্ক। একের পর এক ঘটছে নৃশংস হত্যাকা-। খুনের পর যথারীতি মামলা হয়। কিন্তু গ্রেফতার হচ্ছে না খুনিরা। শুধু ডিএমপির তথ্য পরিসংখ্যান মতে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত তিন মাসে ৩৫টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ১০৯টি। তবে অন্যান্য সূত্র মতে, অজ্ঞাত লাশের সংখ্যা আরো বেশি। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এসব খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকা-ের অধিকাংশ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে। এছাড়া চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর এ দুই মাসে বাসা ভাড়ার নাম করে বাড়িতে প্রবেশের পর শুধু দক্ষিণখান থানা এলাকাতেই তিন মহিলাকে খুন করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরো দুইজন। খুনি একই কায়দায় এসব হত্যাকা-ের ঘটনা ঘটায়। পৃথক এ পাঁচটি ঘটনাই ঘটেছে রাজধানীর দক্ষিণখানে। ফলে রাজধানীর দক্ষিণখান এলাকায় এখন সিরিয়াল কিলারের অতঙ্ক বিরাজ করছে। কিলারকে ধরতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ ও পোস্টারিং করা হচ্ছে। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয়দের নিয়ে বৈঠকও করছে। এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। তারপরও থেমে নেই হত্যাকা-। এলাকায় ভিডিও চ্যানেলে ওই কিলারের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এরপরও ধরা পড়ছে না সিরিয়াল কিলার।
স্থানীয়রা জানান, রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় দুই মাসের ব্যবধানে একই কায়দায় তিন মধ্যবয়সী নারী নির্মম হত্যাকা-ের শিকার হন। এসব ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো দুইজন। তারা চিকিৎসা নিয়ে এখন বাসায় ফিরেছেন। কি তাদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। সার্বক্ষণিক ভয়ভীতির মধ্যে থাকেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণখান মুন্সি মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, দক্ষিণখান এলাকায় সম্প্রতি যে কয়টি খুনের ঘটনা ঘটেছে এগুলো ভয়ঙ্কর। ভারতীয় নাটক সিরিয়াল এবং ফিল্মে এ ধরনের ঘটনা দেখা যায়। তিনি বলেন, ভারতে বিভিন্ন টিভি চ্যানেলের সিরিয়ালে যা দেখা যায় তা এখন এদেশে বাস্তরায়ন হচ্ছে। ভারতীয় চ্যানেলে ক্রাইম পেট্রোল ও সিআইডিসহ অপরাধ সংক্রান্ত যেসব সিরিয়াল বা প্রোগ্রাম হচ্ছে তারই প্রতিফলন ঘটছে এখানে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৪ জুলাই দক্ষিণখানের উত্তর গাওয়াইরে গৃহকর্ত্রী শাহিদা বেগমকে (৫০) খুন করে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় খুনি। তাকে হত্যার পর পুলিশ ধারণা করেছিল, নিছক ডাকাতি বা পূর্বশত্রুতার জেরে ওই নারী খুন হয়েছেন। এক মাস পর ২১ আগস্ট দক্ষিণখানের তেঁতুলতলা রোডে গৃহকর্ত্রী সুমাইয়া বেগমকে (৫২) একই স্টাইলে হত্যা করা হয়। পুলিশ এ দু’টি বিষয় সামনে রেখে তদন্ত শুরু করলেও কূলকিনারা করতে পারেনি আজও। সর্বশেষ ৭ সেপ্টেম্বর দক্ষিণখানের উত্তর গাওয়াইরে ওয়াহিদা আক্তার (৪৮) একইভাবে খুন হন। ওয়াহিদার স্বজনরা বলছেন, ওয়াহিদার মেয়ে শোভা খুনিকে দেখেছেন। শোভার বর্ণনা অনুযায়ী, খুনির বয়স ২৩-২৬ বছর হবে। সে ফরমাল পোশাক পরে বাসা ভাড়া নিতে এসেছিল। তাকে দেখতে খুবই স্মার্ট মনে হয়েছে।
গত ৩১ আগস্ট দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকায় জেবুন্নিছা চৌধুরীকে (৫৬) একই স্টাইলে কুপিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার পর উইমেন্স হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ধানমন্ডির গ্রিনলাইফ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ দিন চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তাকে বাসায় নেয়া হয়েছে। ইতোমধ্যে তার ডান হাত ও পা প্যারালাইজড হয়েছে। হারিয়েছেন দৃষ্টিশক্তিও।
২৫ জুলাই দক্ষিণখানের আশকোনা মেডিকেল রোডে গৃহকর্ত্রী মাহিরা বেগমকে (৫০) একই স্টাইলে কুপিয়ে আহত করা হয়েছে। মাহিরা বেগম ঢামেক হাসপাতালে ১১ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এ বিষয়ে তার মেয়ে শাহিদা আক্তার থানায় একটি অভিযোগ করেছেন।
দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান ইনকিলাবকে বলেন, আমরা খুনিদের গ্রেফতারের চেষ্টায় আছি। ইতোমধ্যে খুনি সম্পর্কে একটা ধারণাও পাওয়া গেছে। ওসি লুৎফর আরো বলেন, একটি বাড়ির ভিডিও ফুটেজে খুনির ছবি পাওয়া গেছে। ভিডিও দেখে বোঝা যায়, যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রঙ ফরসা। মাথার চুল ছোট। ফরমাল পোশাক। কাঁধে ব্যাগ ঝোলানো। বাড়ি ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢোকে। গৃহকর্ত্রীর সঙ্গে ফ্ল্যাট দেখতে যায়। আর ফ্ল্যাটে গেলেই পেছন থেকে গৃহকর্ত্রীর মাথা ও ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঠা-া মাথার এই সিরিয়াল কিলারকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে এলাকার বাড়িওয়ালাদের। বাড়ি বাড়া নিতে আসা যুবকদের প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তবে সুচতুর ওই কিলার গত এক মাসে দক্ষিণখান এলাকায় কোনো বাসা ভাড়া নেয়ার জন্য যায়নি।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খাঁর পর এমন সিরিজ খুনের ঘটনা দক্ষিণখানেই ঘটেছে। এই খুনির সঙ্গে সেই রসু খাঁর অনেক মিল রয়েছে। রসু খাঁর টার্গেটে যেমন ছিল নারী, তেমন দক্ষিণখানের এই কিলারের টার্গেটও নারী। তারা বলছেন, খুনির টার্গেট সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। তার জীবনে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যে কারণে মধ্যবয়সী ধনাট্য পরিবারের নারীদের হত্যা করছে। সুসংগঠিত ও সুপরিকল্পিতভাবে মধ্যবয়সী নারীদের টার্গেট করে হত্যা করছে ওই যুবক। হত্যার ধরন দেখে এটা নিশ্চিত হওয়া গেছে, খুনি চাপাতি চালনায় পারদর্শী। দ্রুততম সময়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে সে নারীদের খুন করে। খুনের পর কোনো প্রমাণ রাখছে না। সে খুবই সচেতন এবং সতর্কভাবে খুন করছে।
র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভাড়াটিয়া সেজে একের পর এক মধ্যবয়সী নারীকে কুপিয়ে হত্যার নেপথ্যে থাকা দক্ষিণখানের সেই ভয়ঙ্কর ‘সিরিয়াল কিলার’কে শনাক্ত করা হয়েছে। দক্ষিণখানে সর্বশেষ খুনের ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত রাজধানীতে অজ্ঞাত পরিচয় ১০৯টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার মামলা নং-৪২, তারিখ ২৪/০৭/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান (৩৫), বনানী থানার মামলা নং-৭১২, তারিখ ২২/০৭/১৬, অজ্ঞাতনামা পুরুষ, যাত্রাবাড়ী থানার মামলা নং-২৭, তারিখ ১৭/০৭/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান (৪৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানার জিডি নং-৭১২, তারিখ ১৬/০৭/১৬, অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান (১৫), তেজগাঁও থানার মামলা নং-০৯, তারিখ ১১/০৭/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান (৩২), কোতোয়ালি থানার জিডি নং-৫০৩, তারিখ ১৪/০৭/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু. (৭০), কোতোয়ালি থানার মামলা নং-১৫, তারিখ ০৯/০৬/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু. (৫০), তেজগাঁও থানার মামলা নং-৫, তাং ০৭/০৭/২০১৬, বয়স আনু. (৪৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা থানার অপমৃত মামলা নং-১৭/১৬, তারিখ ১৬/০৭/২০১৬, শাহবাগ থানার মামলা নং-৪০, তারিখ ২৬/০৬/২০১৬ অজ্ঞাতনামা পুরুষ বয়স আনু: (৬০))। ওয়ারী থানার মামলা নং-১৯/১২৯ তারিখ ২৭/০৬/২০১৬ অজ্ঞাতনামা পুরুষ বয়স আনু: (৫২)। ওয়ারী থানার মামলা নং-১৪, তারিখ ১৭/০৫/১৬, আল-আমিন, বয়স আনু: (২২)। আদাবর থানার মামলা নং-০১, তারিখ ০১/০৫/১৬ বিউটি, বয়স আনু: (২০)। শেরেবাংলা নগর থানার মামলা নং-০৭, তারিখ ১৩/০৩/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু: (৩০)। যাত্রাবাড়ী থানার মামলা নং-০৮, তারিখ ০৪/০৪/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স আনু: (৪৮)। পল্টন মডেল থানার মামলা নং-৪৩, তাং ৩১/০৩/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু: (৬০)। পল্টন মডেল থানার জিডি নং-০৭, তারিখ ০১/০৪/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স আনু: (৬০)। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১১, তাং ১৫/০৩/১৬, অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করা হযেছে জুলাই মাসে। ওয়ারী থানার সাধারণ ডায়েরে নং-১২৫২, তারিখ ২৭/০২/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু: (৫০)। উত্তরা পশ্চিম থানার মামলা নং-০৫, তাং ০৬/০১/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু: (২৫)। মতিঝিল থানার মামলা নং-২৪, তারিখ ১৯/০২/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স আনু: (৫৫)। বনানী থানার জিডি নং-৫২৪, তারিখ ১০/০২/১৬, অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনু: (২৫)। হাজারীবাগ থানার মামলা নং-১৫, তারিখ ১৪/০১/১৬, আব্দুল্লাহ আল নোমান ওরফে আব্দুল্লাহ (৩০)। হাজারীবাগ থানার মামলা নং-১৫, তারিখ ১৪/০১/১৬, কামাল ওরফে হিরন (২৩) এবং ক্যান্টনমেন্ট থানার জিডি নং-৪০৮, তারিখ ০৯/০১/১৬, অজ্ঞাতনামা মহিলা, বয়স আনু: (৪৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আরো ৮৪ জন অজ্ঞাত পুরুষ ও মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময়ের মধ্যে শুধু আগস্ট মাসেই খুনের শিকার হয়েছেন ৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে কিলার আতঙ্ক

১২ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ