Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিপূরণের ২০ লাখ টাকা পেলেন পা হারানো রাসেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে চার কিস্তিতে ২০ লাখ টাকা দিযেছে গ্রিণলাইন কর্তৃপক্ষ। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবহন প্রতিষ্ঠানটি এই ক্ষতিপূরণ দেয়। রাসেলের পরিবার সূত্র জানায়, হাইকোর্টের রায়ের পর ক্ষতিপূরণ হিসেবে চার কিস্তিতে ২০ লাখ দিয়েছে গ্রিণলাইন কর্তৃপক্ষ। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তার চিকিৎসা বাবদ ৩ লাখ ৪২ হাজার টাকা দিয়েছিল গ্রিণলাইন কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৩৩ লাখ ৪২ হাজার টাকা পেয়েছেন রাসেল। এর আগে, ২০২০ সালের ১ অক্টোবর গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো গাইবান্ধার পলাশবাড়ীর রাসেল সরকার ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা সংশ্লিষ্ট বাস কোম্পানিকে তিন মাসের মধ্যে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বাকি টাকা কিস্তিতে দেয়ার আদেশ থাকলেও তা স্থগিত করে দেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের নির্দেশার আলোকে চূড়ান্ত রুল নিষ্পত্তি করে ২০ লাখ টাকা দিলে সব মিলিয়ে রাসেল পাওয়ার কথা ৩৩ লাখ ৪২ হাজার টাকা। তারই আলোকে এ অর্থ পরিশোধ করলো গ্রিণলাইন।
২০১৮ সালের ২৮ এপ্রির মেয়র মো. হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পা হারানো রাসেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ