Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত কাশেম ড্রাইসেলসের

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলসের পরিচালনা পর্ষদ। একই সাথে কোম্পানিটি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনারও সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির বিদ্যমান ইউনিট ৩-এ নতুন স্বয়ংক্রিয় হাই প্রেসার উৎপাদন সম্পন্ন যন্ত্র স্থাপন করবে। পাশাপাশি এয়ার ফ্রেসার, ডিওডোরান্ট স্প্রে, হেয়ার স্প্রে ও সেভিং ফোম উৎপাদনের জন্য ফিলিং লাইন স্থাপন করবে। কাশেম ড্রাইসেলস ৪ ব্যাটারি ব্যাবহার সম্পন্ন ছোট ফ্লাশ লাইট উৎপাদন করবে। এছাড়াও এক ধরনের জ্যাকেট ব্যাটারি উৎপাদনের জন্য নতুন লাইন স্থাপন করবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠিত বোর্ড সভা বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কাশেম ড্রাইসেলস। আলোচিত বছরে কোম্পানির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৮ কোটি ২১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিএস) হয়েছে ৪৭.৪৭ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৬৮ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানি আগামী ২৪ নভেম্বর রাওয়া কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। -ওয়েবসাইট
এমজেএল বাংলাদেশের লভাংশ ঘোষাণা
ইনকিলাব ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, জানুয়ারি-জুন’২০১৬ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৫১ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছর শেষে কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। সবমিলে ১৮ মাসে কোম্পানির ঘোষিত লভ্যাংশ দাঁড়ালো ৭০ শতাংশ। এই ১৮ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৭ টাকা ৭২ পয়সা। আগামী ১ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর। -ওয়েবসাইট
আইডিএলসির বোর্ড সভার তারিখ ঘোষণা
ইনকিলাব ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১৭ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ওইদিন বিকেল ৪টায় কোম্পানির নিজস্ব অফিসে এ বোর্ড সভা অনুষ্ঠিত। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত সময়ের (তৃতীয় প্রান্তিক) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত কাশেম ড্রাইসেলসের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ