Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শ্রমিক অধিকার খর্ব করা যাবে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

সভা-সমাবেশে বাধা দেওয়া কিংবা অত্যাবশ্যক পরিষেবার নামে শ্রমিকদের সংগঠিত হওয়ার, ধর্মঘট করার গণতান্ত্রিক অধিকার সংকোচন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল কর্ণেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এই নিন্দা জানানো হয়। স্কপ যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, ডা. ওয়াজেদুল ইসলাম খান, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, আলাউদ্দিন মিয়া, চৌধুরী আশিকুল আলম, নঈমুল আহসান জুয়েল, শামীম আরা, সাকীল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, আব্দুল ওয়াহেদ, পুলক রঞ্জন ধর, ফিরোজ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমনের দুঃসময়ে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখে দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখেছে। আর মালিকরা করোনা পরিস্থিতিতে শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মজুরি কর্তন, বেশি বেতনের শ্রমিকদের ছাঁটাই করে কম বেতনে শ্রমিক নিয়োগ, মাতৃত্বকালিন সুবিধা কিংবা চাকরির অবসানকালিন সুবিধা থেকে বঞ্চিত করা প্রভৃতি বহু কৌশলে জবরদস্তি চালিয়ে সস্তায় শ্রম লুটের উৎসব চালিয়েছে। আর রাষ্ট্রিয় সংস্থাগুলি নিষ্ক্রিয় থেকে মালিকদের এই অনৈতিক কর্মকান্ডে উৎসহ যুগিয়েছে। মালিকদের যথেচ্ছা শ্রম শোষণকে বাধাহিন করতেই রাষ্ট্রকে ব্যবহার করে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ