Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী (আন্ডার সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন) বেনেডেট্টো ডেল্লা ভেদোভার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দু’দিনের সফরে আগামীকাল তার বাংলাদেশে আসার কথা ছিল। কূটনৈতিক একাধিক সূত্র ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর পূর্ব নির্ধারিত সফরটি স্থগিতের তথ্য নিশ্চিত করলেও কী কারণে শেষ মুহূর্তে এমন হলো তা জানাতে অপারগতা প্রকাশ করে। সফরটির বিষয়ে ঢাকা কিংবা রোমের তরফে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি। ডেল্লা ভেদোভার বাংলাদেশ সফরের বিষয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ই জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেই ঘোষণা মতে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি আক্রমণের ১০০ দিন পূর্তি উপলক্ষে ১২-১৩ই অক্টোবর তার ঢাকা সফরের কথা। সাম্প্রতিক সময়ে ঢাকায় ভয়াবহতম ওই আক্রমণে জঙ্গিদের হাতে ইতালির ৯ জন নাগরিকসহ দেশি-বিদেশি মোট ২০ জন নিরীহ মানুষ নিহত হন। জঙ্গিদের রুখতে গিয়ে ঘটনাস্থলের কাছেই দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ঘোষণা মতে, সফরকালে দেশটির উপমন্ত্রী পদমর্যাদার ওই কর্মকর্তার ঢাকায় থাকা ইতালির নাগরিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ওই ঘটনার নির্মমতার শিকার ব্যক্তি (ভিকটিম)দের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বাংলাদেশ সরকারের কিছু প্রতিনিধির সঙ্গেও সিনেটর ডেল্লা ভেদোভার আলোচনা হওয়ার সূচি ছিল। এখানে দ্বিপক্ষীয় বিষয় নিয়েই আলোচনা করতেন তিনি। যার মধ্যে ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা এবং অভিবাসন বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ