Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে এবার স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা

মাদকেই সর্বনাশ!

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাদকেই সর্বনাশ। এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা করলো এক মাদকাসক্ত। গতকাল (সোমবার) সকালে নগরীর কোতোয়ালী থানার কাটাপাহাড় এলাকা থেকে মরিয়ম বেগম (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করেছে। পাকড়াও করা হয়েছে স্বামী মোঃ রুবেল হোসেনকে (৩২)।
এর আগে স্বামীকে হত্যা করে বাসায় রেখে সীতাকু- থানায় হাজির হন খোদেজা বেগম (৩০) নামে এক নারী। তিনি অভিযোগ করেন মাদকাসক্ত স্বামীর অমানুষিক নির্যাতনে বাধ্য হয়ে শিল-পাটা দিয়ে ঘুমন্ত স্বামীকে মেরে লাশ বাসায় রেখে ঘরে তালা দিয়ে এসেছেন তিনি।
একই দিন নগরীর আগ্রাবাদ মৌলভী পাড়ায় স্ত্রীকে খুন করে লাশ বাসায় রেখে পালিয়ে যান মাদকাসক্ত স্বামী। তারও আগে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় মাকে কুপিয়ে খুন করে ছুরি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে মাদকাসক্ত ছেলে। এর আগে হাটহাজারীতে মাদকাসক্ত পুত্রের হাতে খুন হন জন্মদাতা পিতা।
এভাবে মাদকাসক্তদের হাতে ঘটছে একের পর এক খুনের ঘটনা। নেশার নীল ছোবল পরিবারকে তছনছ করে দিচ্ছে। পারিবারিক অশান্তির সাথে বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের ভয়াল আগ্রাসন সেইসাথে নৈতিকতার অবক্ষয় এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে স্বজনের হাতেই প্রাণ যাচ্ছে স্বজনের।
এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও। একের পর এক ঘটছে খুনের ঘটনা। সীতাকু- ও মৌভলী পাড়ার ঘটনার রেশ না কাটতেই নগরীর কাটাপাহাড়ে ঘটলো আরও একটি খুনের ঘটনা। পুলিশ জানায়, মাদক সেবনের টাকা না দেয়ায় সড়কেই স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা করে মাদকাসক্ত স্বামী রুবেল।
নিহত মরিয়ম বেগম ও তার স্বামী রুবেল দু’জনই মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার এসআই হারুনুর রশিদ বলেন, স্বামী-স্ত্রী দু’জনই মাদকাসক্ত ও ভাসমান। তারা দু’জনই নগরীর ডিসি হিল, কাজীর দেউড়ি ও কাটাপাহাড় এলাকার ফুটপাতে রাতযাপন করত।
তিনি বলেন, মরিয়ম কাপড় কুড়িয়ে কিছু টাকা উপার্জন করত যার ভাগ চেয়ে আসছিল রুবেল। রোববার দুপুর থেকে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় রুবেল। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কয়েক দফা ঝগড়াও হয় বলে জানান হারুনুর রশিদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, রাত দুইটার দিকে কাটাপাহাড় এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে পাথর ছুড়লে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে পুলিশ রাতের মধ্যে কাটাপাহাড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে।
রুবেল মরিয়মের দ্বিতীয় স্বামী জানিয়ে এসআই হারুন বলেন, মরিয়মের ছেলে রহিম (১৮) এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছে। মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের হাতে তুলে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে এবার স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ