Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কওমী সনদের স্বীকৃতি হতে হবে দেওবন্দের আলোকে অন্য কোন পদ্ধতিতে নয় বেফাক-মজলিস নির্বাহী কমিটি

আহমদ শফীর নেতৃত্বে কমিশন সক্রিয় হচ্ছে

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ডের কার্যনির্বাহী সভায় বলা হয় কওমী সনদের স্বীকৃতি দেওবন্দের আদলে হতে হবে। অন্য কোন পদ্ধতি গ্রহণযোগ্য নয়, এ সিদ্ধান্তই নেয়া হয়েছে নির্বাহী সভায়। সভায় উপস্থিত ওলামায়ে কেরাম বলেন দেওবন্দের নীতি আদর্শ পরিপন্থী কোন সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের সভায় বলা হয় কওমী মাদরাসাকে নিয়ন্ত্রণ করার কোন সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।
বেফাক কার্যনির্বাহী পরিষদের সভায় বক্তাগণ বলেছেন, কওমী শিক্ষা সনদের স্বীকৃতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই, কারণ গত ৩রা অক্টোবর বেফাক সভাপতি আল্লামা শাহ আহমাদ শফী হাটহাজারীতে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে স্পষ্টতই এই সিদ্ধান্ত দিয়েছেন যে “দারুল উলূম দেওবন্দ মাদরাসার শিক্ষা সনদকে ভারত সরকার যেভাবে মর্যাদা দেয় ঠিক সে আদলে কওমী মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের সরকারি স্বীকৃতি হতে হবে। মাদরাসাগুলো দেওবন্দের নীতি-আদর্শে পরিচালিত হয়ে আসছে, সুতরাং সনদসহ অন্যান্য যে কোন বিষয়ে দেওবন্দের নীতি-আদর্শ পরিপন্থী কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। গতকাল সকালে বেফাক মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় বক্তাগণ একথা বলছেন।
বেফাক সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুন্সীগঞ্জ, মাওলানা মাহফূযুল হক, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মাওলানা নূরুল ইসলাম, মুফতি মোবারক উল্লাহ ও মাওলানা সাজেদুর রহমান, বি.বাড়ীয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, মুফতি নূরুল আমীন, মাওলানা সফী উল্লাহ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আনোয়ারুল করীম যশোরী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী ময়মনসিংহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু সিলেট, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব-বরিশাল, মওলানা মুশতাক আহমাদ- খুলনা, মুফতি গোলাম রহমান- খুলনা, মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়া, মাওলানা আব্দুল জব্বার রাজশাহী, মাওলানা ইয়াসিন- ঠাকুরগাঁও, মাওলানা আফজাল হোসেন দিনাজপুর প্রমূখ।
সভায় আগামী ১৭ আক্টোবর সকাল ১০টায় মিরপুরস্থ জামেয়া হোসাইনিয়া ইসলামীয়া মাদরাসায় অনুষ্ঠিতব্য ওলাকা মাশায়েখ সম্মেলন সফলের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য সার্বিক বিবেচনায় সরকার আহমদ শফীর নেতৃত্বে গঠিত কমিশনকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিশ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের আলেম-উলামা ও কওমী মাদরাসার লাখ লাখ শিক্ষার্থীদের প্রাণের দাবি কওমী সনদের সরকারি স্বীকৃতি বেফাকসহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ঐক্যের ভিত্তিতে প্রদান করতে হবে। আমরা কওমী সনদের স্বীকৃতি চাই তবে স্বীকৃতির নামে কওমী মাদরাসাকে সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কোনো ষড়যন্ত্র কওমী অঙ্গণের উলামায়ে কেরাম ও ছাত্র জনতা মেনে নেবে না।
পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সস্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য মাওলানা মুনিরুল ইসলাম, হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী সনদের স্বীকৃতি হতে হবে দেওবন্দের আলোকে অন্য কোন পদ্ধতিতে নয় বেফাক-মজলিস নির্বাহী কমিটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ