Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ক্ষুদ্র চিন্তা দিয়ে দেশকে বদলানো যাবে না’

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে সবাইকে সৎভাবে কাজ করতে হবে। প্রতিটি কাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ক্ষুদ্র চিন্তা দিয়ে দেশকে বদলানো যাবে না। শুধু আর্থিকভাবে সৎ নয়, মানসিকভাবেও সৎ থাকতে হবে।” তিনি আরও বলেন, “গত ১০ বছর যাবৎ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের তহবিল অত্যন্ত স্বচ্ছভাবে ব্যয় করা হচ্ছে, প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে এর প্রভাব পড়ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিটি কাজকর্ম স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত।” তিনি সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের ১৭তম বোর্ড সভায় সভাপতির ভাষণে এ বক্তব্য রাখেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এ সভায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান শিক্ষার উপকরণ ক্রয়ে ৩০ লাখ টাকা এবং একটি বিজ্ঞান ক্লাবকে ১ লাখ টাকাসহ মোট ৩১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষুদ্র চিন্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ