Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেক দর্শকের

বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ সম্প্রচার

ফারুক হোসাইন | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:১০ এএম

বাংলাদেশে ভারতীয় যেসব চ্যানেলের নাটক-সিরিয়ালে নাটক-সিরিয়ালে পারিবারিক বিরোধ, সামাজিক কূটচাল, দ্বন্দ্ব-সংঘাত, স্বামী-স্ত্রী, বউ-শাশুড়ির কলহ, অশ্লিলতা প্রদর্শন করতো সেসব চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি দীর্ঘ দিনের। বাংলাদেশের সামাজিক বন্ধন, পারিবারিক সম্পর্ক-সম্প্রীতি, শ্রদ্ধা-ভালবাসা নষ্টের মূলে দায়ী করা হয় এসব চ্যানেলের অনুষ্ঠানকেই। দেরিতে হলেও এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাত অর্থ্যাৎ ১ অক্টোবর থেকে আর দেখা যাচ্ছে না এসব চ্যানেলের কোন সম্প্রচার। একইসাথে খেলাধুলা, সংবাদ, কার্টুন, জিওগ্রাফির মতো চ্যানেলও বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় নাটক-সিরিয়ালের চ্যানেল বন্ধে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা অন্যদিকে সংবাদ, খেলা ও কার্টুন চ্যানেলগুলো বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক দর্শক।

তারা বলছেন, ভারতীয় নাটক-সিরিয়ালের চ্যানেল আর বিবিসি, সিএনএন, আলজাজিরা কিংবা খেলার চ্যানেলগুলো এক নয়। এদেশে প্রচুর দর্শক আছে যারা আন্তর্জাতিক খবর, খেলাধুলা দেখে থাকেন এসব চ্যানেলে। যা কোনভাবেই সমাজ কিংবা পরিবারের জন্য ক্ষতিকর নয়। আর বিজ্ঞাপনের কথা বন্ধ করা হলেও বিবিসি, সিএনএন, আলজাজিরা তো বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার করে থাকে। বিষয়টি নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন দর্শকরা।

তারেক হোসাইন নামে একজন লিখেছেন, ভারতীয় টিভি সিরিয়ালগুলো কারণে বাংলাদেশের পারিবারিক বন্ধন নষ্ট হয়েছে, স্বামী-স্ত্রী, বউ-শাশুড়ীদের মধ্যে সন্দেহ, অবিশ্বাসের জন্ম দিয়েছে। অনেক পরিবার ভেঙে গেছে, স্বামী-স্ত্রীর সংসার ভেঙেছে। এসব চ্যানেল বন্ধ করে দেয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে সংবাদভিত্তিক চ্যানেল বন্ধের প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে বিবিসি, সিএনএন, আলজাজিরার মতো চ্যানেল বিজ্ঞাপন প্রচার না করলেও সেগুলো বন্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারেক।

শেহরিন আবেদের পছন্দ সব ধরণের খেলা। বিনোদন বলতে তিনি খেলার চ্যানেলগুলোই দেখেন। বাংলাদেশ সময় গভীর রাতে লা লিগা বা প্রিমিয়ার লীগের খেলা মিস করেন না তিনি। তিনি বলেন, লা লিগার ফ্যান আমি। কিন্তু অন্য খেলা গুলো দেখি, টপ ফাইভ লীগের খেলার খোঁজখবর রাখি। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যজনক যে চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। ফেসবুকে ফুটবল ফ্যানদের কয়েকটা গ্রুপ আছে। সেখানে অনেকে হতাশা প্রকাশ করছে। যারা খেলা দেখেন তাদের জন্য ব্যাপারটা সমস্যা হয়ে গেছে। সেখানে অনেকেই ভারতীয় সিরিয়ালের চ্যানেল ও খেলার চ্যানেলকে এক কাতারে বিবেচনা না করার অনুরোধ জানান।

এদিকে সরকার কোন চ্যানেল বন্ধ করেনি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। বিজ্ঞাপনমুক্তভাবে যেহেতু তারা ফিড দিচ্ছে না, তাই এসব চ্যানেলের যারা বাংলাদেশে অপারেটর, তারাই সম্প্রচার বন্ধ করেছেন। বাংলাদেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা।

বাংলাদেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার ১ অক্টোবর থেকে বাংলাদেশে বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটররা। বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না - তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেয়া হয়েছিল এসব চ্যানেলের দেশীয় পরিবেশকদের। বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার সংক্রান্ত আইনে বলা আছে, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয়, সেসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন করা যাবে না। সরকার বলছে যাদের মাধ্যমে দর্শক বিদেশি চ্যানেল দেখতে পাচ্ছেন, তারাই ওই বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন ছাড়া সম্প্রচার করবে। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে সরকারের কিছু করার নেই। সরকারের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ঘোষণাও আগেই ছিল। শুক্রবার থেকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রচার আইন বাস্তবায়ন গিয়ে গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে প্রথমে ক্যাবল অপারেটরেরা, এরপর ডিটিএইচ সংযোগ প্রদানকারীরা সম্প্রচার বন্ধ করে দেয়। ফলে বিবিসি, সিএনএনসহ সব আন্তর্জাতিক সংবাদের চ্যানেল, খেলার চ্যানেল, কার্টুন চ্যানেল এবং ভারতীয় নাটক-সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। যা এখন পর্যন্ত বন্ধই আছে। এতে বিপাকে পড়েছেন দর্শকেরা। তারা এখন বাংলাদেশি টেলিভিশন ছাড়া বিদেশি কোনো চ্যানেল দেখতে পাচ্ছেন না। বিনোদনভিত্তিক, শিক্ষামূলক বা সংবাদভিত্তিক সব ধরনের বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে আছে।

এদিকে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে স্বাগত জানালেও, বাংলাদেশের চ্যানেলের অনুষ্ঠানের মান এবং বিষয়বস্তু যে তাদের বিনোদনের চাহিদা মেটাতে পারে না সেটাও উল্লেখ করছেন। অনেকে আবার বিজ্ঞাপন বিহীন চ্যানেলগুলোও বন্ধ করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

দিপ্ত চক্রবর্তী নামে একজন ফেসবুকে লিখেছেন, বিদেশি চ্যানেলে অনেক ভালো কিছু দেখাতো। সেখানে খেলা, মুভি দেখা যেতো। এখন আর দেখা যাবে না। বাংলাদেশের চ্যানেলগুলোতে কি আছে? কিছু নাটক, এগুলোতো ইউটিউিবেই দেখা যায়। তাহলে শুধু শুধু কেন ডিস রাখবো? আর বিল দিবো?

সৈয়দ আহমেদ নামে আরেকজন লিখেছেন, সউদী আরবের একটি চ্যানেলে দেখা যেতো যেখানে সব সময় পবিত্র মক্কা শরীফে হজের কার্যকলাপ ও কুরআন তেলাওয়াত করা হতো। সেই চ্যানেলের কি দোষ? সেখানে তো বিজ্ঞাপন ছিল না! তাদের চ্যানেলে কোনদিন বিজ্ঞাপন দিয়েছে দেখিনি। ওই চ্যানেলটি কেন বন্ধ করা হলো?
যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে জনগণকে বিক্ষুদ্ধ করার জন্য বিজ্ঞাপনমুক্ত আসা চ্যানেল বন্ধ রাখেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিজ্ঞাপনসহ অন্যান্য আয়োজন চালানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার মতো বিনিয়োগ হয় না। সেটি থেকে দেশ বঞ্চিত হয়, মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, সাংবাদিকেরাও বঞ্চিত হন। সে কারণে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, সেটাকে টেলিভিশন মালিকদের সংগঠন, সম্প্রচার জার্নালিস্ট ফোরামসহ সবাই অভিনন্দন জানিয়েছে।’

মন্ত্রী বলেন, আমরা আশা করব, বিদেশি চ্যানেলগুলো শিগগিরই বিজ্ঞাপনমুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে। তাহলে এখানে সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। বিবিসি, সিএনএনসহ বহু চ্যানেল আছে যেগুলো বাংলাদেশে বিজ্ঞাপনবিহীন প্রদর্শিত হচ্ছে।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন সরকার বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিডের যে দাবি জানাচ্ছে সেটা পেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষক প্রফেসর সুমন রহমান বলেন, বিজ্ঞাপনগুলো বিদেশি চ্যানেল না পেলে সেটা যে লোকাল টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চলে আসবে বিষয়টা এত সহজ না। কারণ লোকাল টেলিভিশন ইন্ডাস্ট্রিকে সেই পরিমাণ সক্ষমতা থাকতে হবে। এতকাল বিদেশি চ্যানেলগুলো যে কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্ট বানাতে হবে তাদের। এটা বানানোর সক্ষমতা যখন তারা অর্জন করবে তখনি কেবল বিজ্ঞাপনগুলো সেখানে যাবে। এখনি চ্যানেলগুলো বন্ধ করে ফেলার ফলে রাতারাতি লাভবান হয়ে যাবো এটা ভাবার কোন কারণ নেই।

টেলিভিশন দর্শকরা বলছেন, এই সমস্যার সমাধান করবে কে? টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত হবেই বা কিভাবে? সরকার বলছে তাদের করণীয় কিছু নেই। বিজ্ঞাপনসহ চ্যানেলের সম্প্রচার দেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে। অন্যদিকে ক্যাবল অপারেটরেরা বলছেন, বিজ্ঞাপন ছাড়া (ক্লিন ফিড) চ্যানেলের সম্প্রচার করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ক্লিন ফিডের মানে হচ্ছে অনুষ্ঠানের ফাঁকে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো যাবে না। বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালেও ক্লিন ফিড বা বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার হয়।

এদিকে ক্যাবল অপারেটরদের এসোসিয়েশন বলছে, সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চ্যানেলগুলো বন্ধ থাকবে। এসোসিয়েশনের সভাপতি এসএম আনোয়ার পারভেজ বলেন, ফলে চ্যানেল ক্লিন ফিড করে চালানো ক্যাবল অপারেটরদের পক্ষে সম্ভব নয়। আমাদের দিক থেকে যেহেতু করার কিছু নেই, তাই সরকার পরবর্তীতে যেটা করতে বলবে, সেটাই করা হবে। একইসাথে তিনি বলেন, প্রায় ৫ লাখ মানুষ এ খাতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত। সরকারকে এই দিকটাও বিবেচনা করা দরকার। #



 

Show all comments
  • এন ইসলাম ৩ অক্টোবর, ২০২১, ১২:৫৩ এএম says : 0
    বিদেশী চ্যানেল বন্ধ করতে বলেনি সরকার, "ক্লীন ফিড" শর্ত প্রয়োগ করেছে মাত্র । আইনটি ১৫ বছর আগের বিএনপি আমলে করা । পৃথিবীর প্রায় প্রতিটি দেশে (ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল সহ) "ক্লীন ফিড" শর্ত মেনেই বিদেশী চ্যানেল সম্প্রচার করতে হয় । কিন্তু বাংলাদেশ এতোই দুর্বল জাতি যে, এই শর্ত প্রয়োগ করার সাহস পায়না । কারণ, এখানে বিদেশী চ্যানেলগুলো মূলত: ভারতীয় । সরকারের এই সাহসী পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় অ্যাকটিভিষ্টরা ঝড় তুলে ফেলেছে, এর ভিতরে এদেশীয় দালালরাও সক্রিয় আছে ।
    Total Reply(0) Reply
  • Rumana Mukta ৩ অক্টোবর, ২০২১, ৩:২২ এএম says : 0
    অনেকেই খুশী হয়েছেন।
    Total Reply(0) Reply
  • Rayhan Hossen ৩ অক্টোবর, ২০২১, ৩:২৩ এএম says : 0
    স্থায়ীভাবে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশ থেকে চিরতরের জন্য বন্ধ করা হোক।
    Total Reply(0) Reply
  • শাহাদাত সাদমান ৩ অক্টোবর, ২০২১, ৩:২৩ এএম says : 0
    আমরা এ সিদ্ধান্তে সাধুবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Adv Jahirul Islam Zahir ৩ অক্টোবর, ২০২১, ৩:২৩ এএম says : 0
    আমি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত বাংলাদেশ সরকারের এমন সুন্দর সিদ্ধান্তের ফলে। বিশ্বের কোন দেশে একটি টাকাও ছাড় দেয় না। তাছাড়া আমাদের দেশে যে সকল চ্যানেল দেখানো হয় বিদেশি এগুলো অত্যন্ত সাংঘর্ষিক আমাদের সংস্কৃতি এবং জাতীয়তাবোধের সাথে। বহু আগেই উচিত ছিল এমন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার যাহোক দেরি হলেও হয়েছে তাতে সাধুবাদ পাওয়ার মতো একটি সিদ্ধান্ত।
    Total Reply(0) Reply
  • শেষের কবিতা ৩ অক্টোবর, ২০২১, ৩:২৩ এএম says : 0
    আমরা মোটেও ক্ষুব্ধ নই, আমরা সরকারকে সাধুবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Azad Apan ৩ অক্টোবর, ২০২১, ৩:২৪ এএম says : 0
    সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।সরকারকে দেশবাসী সাধুবাদ জানিয়েছে।
    Total Reply(0) Reply
  • Mosharraf Hossain Murad ৩ অক্টোবর, ২০২১, ৩:২৪ এএম says : 0
    বাংলাদেশের জনগণের কোন অভিযোগ নাই। সবাই খুবই খুশি। বাংলাদেশে ইন্ডিয়ান সকল টিভি চ্যানেল আজীবন নিষিদ্ধ হোক এইটাই চায় বাংলাদেশের মানুষ।
    Total Reply(0) Reply
  • Apon Kalam ৩ অক্টোবর, ২০২১, ৩:২৫ এএম says : 0
    সময় উপযোগী সিদ্ধান্ত বাস্তবতায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অনেক পরিবার বিপদগামী হতে বেঁচে গেলো। উল্টা পাল্টা সিরিয়াল দেখে দেখে পরিবারে সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে আসছিলো কিছু পরিবারের মহিলা সদস্য গণ। অনেক পরিবারও তারা ধ্বংস করে দিছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
    Total Reply(0) Reply
  • MD Azharul Islam Azhar ৩ অক্টোবর, ২০২১, ৩:২৬ এএম says : 0
    দলমত নির্বিশেষে, এই প্রথম সরকারের কোন কার্যক্রমকে সাধারণ জনগন সাধুবাদ জানালো। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, এরকম সময়োপযোগী সাহসী সিদ্ধান্ত নেয়ার জন্য
    Total Reply(0) Reply
  • salman ৩ অক্টোবর, ২০২১, ৫:৩২ এএম says : 0
    Indian ai channel gulo jate r na OPEN hoi. ai channel gulu Bangladesh er Somaj Bebostha nosto korse, Porokia, Jhogra, sob kharap jinish sekhase. Jara ar Pokkhe bolbe tara Varotio RAZAKAR, Soytan
    Total Reply(0) Reply
  • taijul+Islam ৩ অক্টোবর, ২০২১, ৯:০৬ এএম says : 0
    স্থায়ীভাবে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশ থেকে চিরতরের জন্য বন্ধ করা হোক।আমরা এ সিদ্ধান্তে সাধুবাদ জানাই।বাংলাদেশের জনগণের কোন অভিযোগ নাই। সবাই খুবই খুশি। বাংলাদেশে ইন্ডিয়ান সকল টিভি চ্যানেল আজীবন নিষিদ্ধ হোক এইটাই চায় বাংলাদেশের মানুষ।
    Total Reply(0) Reply
  • Md Helal Karim ৩ অক্টোবর, ২০২১, ৯:২২ এএম says : 0
    গুটি কয়েক ব্যক্তি ছাড়া বাকী সবাই খুশি। বিদেশী চ্যানেল বন্ধ হওয়াতে। তবে যেসব চ্যানেল বিজ্ঞাপন ছাড়া চলে সেগুলো কেন বন্ধ করল। কেবল অপারেটররা ইচ্ছা করেই সেগুলো্ও বন্ধ করে দিয়েছে যাতে সরকারকে আবার খুলে দিতে বাধ্য করা যায়। যেমন বিবিসি, সিএনএন, সৌদি আরবের চ্যানেলগুলো কোনো বিজ্ঞান দেয় না। সেগুলো কেন বন্ধ করল।
    Total Reply(0) Reply
  • Mohammed Abu Mosa ৩ অক্টোবর, ২০২১, ৯:২৫ এএম says : 0
    খুব ভা‌লো কাজ হ‌য়ে‌ছে।
    Total Reply(0) Reply
  • ওমর ফারুক ৩ অক্টোবর, ২০২১, ৯:৩৫ এএম says : 0
    যারা বিরুুপ মন্তব্য করে তারা সবাই বিকৃত রুচির অধিকারী ।
    Total Reply(0) Reply
  • Faiz Ahmed ৩ অক্টোবর, ২০২১, ৯:৫৯ এএম says : 0
    কিছু ভারতীয় দালাল ছাড়া আমার মনে হয় না কারও কোন সমস্যা হচ্ছে। তবে কতদিন এটা বজায় থাকবে সেটাই দেখার বিষয়। তবে ক্যবল অপারেটররা ইচ্ছাকৃতভাবে কিছু খেলার চ্যানেল, খবরের চ্যানেল সৌদির হজ্জের চ্যানেলগুলো বন্ধ করে রেখেছে। যা কাম্য নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ