Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ সাল পর্যন্ত দেশে প্রাথমিক জ্বালানির সংস্থান কঠিন হবে

জ্বালানি বিশেষজ্ঞদের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

আগামী ২০২৩ সাল পর্যন্ত দেশে প্রাথমিক জ্বালানির সংস্থান কঠিন হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যাওয়ায় এই সঙ্কটের কথা বলা হচ্ছে। গতকাল শনিবার এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত এক সেমিনারে এ দাবি জ্বালানি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হওয়া ছাড়াও রামপাল, মাতারবাড়ি এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমবে। একইসঙ্গে উৎপাদিত বিদ্যুৎ কারখানায় সরবরাহ করা গেলে সেখানেও গ্যাসের চাহিদা কমবে। কিন্তু এর আগে গ্যাসের ব্যবহার কমানো কঠিন হবে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ছে। এখন সরকার আন্তর্জাতিক বাজার থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৬ ডলারে কিনছে।সেমিনারে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, কোনও একসময় দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি মিশ্রণ ছিল না। এখন আমরা গ্যাসের পাশাপাশি কয়লা এবং তেল ব্যবহার করছি। কিন্তু আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানির দাম বাড়ছে। এই কারণে দেশে আরও জোরেশোরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, তেল গ্যাস অনুসন্ধানে যে অগ্রগতি আমাদের দেখানো উচিত ছিল তাও আমরা দেখাতে পারিনি।

অধ্যাপক ইজাজ হোসেন বলেন, আমাদের উচিত দীর্ঘ মেয়াদি এলএনজি আমদানি চুক্তি করা। স্টপ মার্কেটে তো অনেক সময় গ্যাসের দাম ৫০ ডলারও হয়ে যেতে পারে। আবার কোনও কোনও সময় সেখানে গ্যাস নাও থাকতে পারে। ফলে এর ওপর ভিত্তি করে দেশের পরিকল্পনা সাজানো উচিত নয়।

সেমিনাবে মূল প্রবন্ধে জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আব্দুস সালেক সুফি বলেন, চীন, জাপান বিপুল পরিমাণ এলএনজি আমদানি করে থাকে। আমরা যদি তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারি তাহলে তারা কিনে রাখা কার্গোগুলো যখন বিক্রি করে দেয় তখন আমরা কিনে নিতে পারি। তিনি বলেন, দ্রুত আমাদের গ্যাসের উৎপাদন কমছে। কাজেই সরকারকে সুচিন্তিত পরিকল্পনা নিতে হবে। পেট্রোবাংলার সাবেক পরিচালক কামরুজ্জামান বলেন, আমরা অনেক দিন থেকে বলে আসছি জ্বালানি মিশ্রণ এমনভাবে থাকা উচিত যাতে একটি জ্বালানিতে কোনও সমস্যা হলে অন্যটিতে যাওয়া যায়। আমাদের দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। সেখানে প্রতিদিন ১১০০ মিলিয়ন ঘনফুট। এজন্য আমাদের উচিত মধ্য এবং দীর্ঘ মেয়াদি চুক্তি করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক জ্বালানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ