Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো এক আসামি গ্রেফতার

পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ছেলের সামনে শাহীন উদ্দিনকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ তাহের। গতকাল শুক্রবার গোয়েন্দা মিরপুর বিভাগের ডিসি মো. সাইফুল ইসলাম এ তথ্য জানা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৬ মে বিকেল চারটায় জায়গা-জমি নিয়ে বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে ভিকটিম শাহীন উদ্দিনকে পল্লবীর ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। দিনদুপুরে লোমহর্ষক এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার পর এজাহারনামীয় নয় জন ও তদন্তে পাঁচজনসহ ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
এডিসি সাইফুল ইসলাম জানিয়েছেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ মোড় এলাকা থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। শাহীন উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
সাবেক এমপি এমএ আওয়ালের আলীনগরপ্রজেক্টের কার্যক্রম (বাউন্ডারি গেইট ও পিলার) পরিচালনার সময় ভিকটিম শাহীন উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাবেক ছাত্রলীগ নেতা সুমনকে নির্দেশ দেন আওয়াল। নির্দেশনা মোতাবেক সুমনের নেতৃত্বে পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের জন্যে দেওয়া হয় ২০ হাজার টাকা। গত ১৬ মে বিকেলে সন্ত্রাসীরা উল্লিখত স্থানে শাহীনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পিতার নির্মম হত্যাকান্ড প্রত্যক্ষ করেন ছেলে। মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়াল। অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ১৪ জন গ্রেফতার ও ছয় জন পলাতক আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ