Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার

চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে আনোয়ার পারভেজ (৩৮) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, নিহত আনোয়ার পারভেজ এশিয়ান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। গতকাল বিকেলে ক্লাস শেষে পুরান ঢাকার বাসায় ফেরার উদ্দেশে উত্তরা থেকে বাসে ওঠেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাসের লোকজন তাকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা ধারণা করছেন, তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে আহত হয়েছিলেন। তার মোবাইল ফোন এবং সঙ্গে থাকা টাকা পয়সা খোয়া গেছে।
প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ