পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দৈনিক ইনকিলাবে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত ‘সুকুকে বিনিয়োগে সুবর্ণ সুযোগ’ শীর্ষক প্রধান সংবাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। দৈনিক ইনকিলাবের অনলাইন ভার্সন এবং ফেসবুক পেজে শত শত প্রবাসী ও বাংলাদেশী বিনিয়োগকারীরা ‘সুকুক’ বন্ডে বিনিয়োগের নিয়ম, কিভাবে, কোন মাধ্যমে শরিয়াহ্ভিত্তিক শতভাগ হালাল ও নিরাপদ এই বন্ডে বিনিয়োগ করা যায় তার পরামর্শ ও সমাধান চেয়েছেন।
বিষয়টি দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষের নজরে আসলে বেসরকারি পর্যায়ে দেশে প্রথমবারের মতো সুকুক বন্ড ছাড়া বেক্সিমকো লিমিটেডের সঙ্গে আলাপ করলে তারা বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্ন ও জানার বিষয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। সুকুক বন্ডে আগ্রহী বিনিয়োগকারীদের সৌজন্যে প্রতিষ্ঠানটির পক্ষে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব ও পরামর্শ প্রদান করার আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তফা জামান (+৮৮ ০১৭১১-৫২২০১৫)। এই নম্বরে যোগাযোগ করলে ‘সুকুক’ বন্ডে বিনিয়োগে আগ্রহীরা সব ধরনের তথ্য জানতে পাবেন।
উল্লেখ্য, বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বাড়ানো ও বেক্সিমকোর দুটি সরকার অনুমোদিত সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড) বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করতে চলতি বছরের জুনে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিউকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির তিন হাজার কোটি টাকার বিশ্বব্যাপী জনপ্রিয় ‘গ্রিন সুকুক’ অনুমোদন করে। পাঁচ বছর মেয়াদি সিকিউরড কনভার্টেবল অথবা রিডেম্বল অ্যাসেট ব্যাকড এই সুকুক বিএসইসি থেকে অনুমোদন পাওয়া প্রথম গ্রিন সুকুক। এই বন্ড ছাড়তে সরকার গত অক্টোবরে প্রথমবারের মতো নীতিমালা করেছে। তিন হাজার কোটি টাকার এই গ্রিন সুকুকের ৭৫০ কোটি টাকা আইপিওতে উত্তোলনের জন্য বরাদ্দ। বাকি দুই হাজার ২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে।
সুকুক বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। বন্ডটির ন্যূনতম লট হবে ৫০টি ইউনিটে। একজন বিনিয়োগকারী ন্যূনতম ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন এ বন্ডে।
দেশে ইসলামি ব্যাংকিং সেবাদাতা ব্যাংকগুলোর একাধিক কর্মকর্তা জানান, বিশ্বের বিভিন্ন দেশে মুদারাবা (মুনাফায় অংশীদারি), মুশারাকা (লাভ-লোকসান ভাগাভাগি), মুরাবাহা (লাভে বিক্রি), ইশতিসনা (পণ্য তৈরি), করজ হাসান (উত্তম ঋণ), সালাম (অগ্রিম ক্রয়) ও ইজারা (ভাড়া) সুকুক প্রচলিত আছে। সুকুক ছাড়ার দিক থেকে বর্তমানে মালয়েশিয়া বিশ্বে প্রথম স্থানে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন পাওয়ার পর বেক্সিমকো তিন হাজার কোটি টাকার সুকুক বন্ডের মধ্যে পাবলিক অফারে ৭৫০ কোটি টাকা সংগ্রহের জন্য চাঁদা সংগ্রহ শুরু করে। আগামীকাল বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সুকুক বন্ডে বিনিয়োগের শেষ দিন। আর তাই দেশ-বিদেশে যারা নিরাপত্তাহীনতার ভয়ে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য নিরাপদ বিনিয়োগের নামই হচ্ছে সুকক। শরীয়াহ্ভিক্তিক সুককে বিনিয়োগে করে নিজেদের পুঁজি নিরাপদ রাখুন, লাভবান হোন। পাশাপাশি দেশের উন্নয়নে নিজেকে শরীক করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।