Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিটিকেটস’এ ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ ক্যাম্পেইন

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম


টিকেট কিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি জেতার সুযোগ নিয়ে এসেছে
অনলাইন টিকেটের প্লাটফর্ম বিডিটিকেটস ডটকম। ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ শিরোনামে এ ক্যাম্পেইন গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১ নভেম্বর, ২০১৬ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে বিডিটিকেটস থেকে একসাথে কিংবা পৃথকভাবে তিনটি টিকেট কিনে প্রতিদিন প্রথম পাঁচজন পাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। প্রতিদিনের বিজয়ীদের নামের ঘোষণা বিজয়ীদের মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোন গ্রাহক একবার বিজয়ী হলে পুনরায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। ৭ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বিজয়ীদের জার্সিগুলো দেয়া হবে। বিডিটিকেটস’এর মাধ্যমে ঘরে বসেই বাস, লঞ্চ এবং মুভির টিকেট কেনা যায়।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিডিটিকেটস’এ ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ ক্যাম্পেইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ