Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ অটোরিক্সা চালক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

পাঁচ দিনেও খোঁজ মেলেনি ফতুল্লার শিয়াচর এলাকার নিখোঁজ অটোরিক্সা চালক মো. আবুল জাহেরের। গত বৃহস্পতিবার সকালে ফতুল্লা শিয়াচর হাজী বাড়ী মোড়স্থ ইব্রাহিমের বাড়ি থেকে নিজের অটোরিক্সা নিয়ে বের হলেও আর ফিরে আসেননি তিনি। এ বিষয়ে নিখোঁজের স্ত্রী সামসুর নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ মো. আবুল জাহের নেত্রোকোনা জেলার রত্নপুর গ্রামের লালু মিয়ার পুত্র ও ফতুল্লা থানার শিয়াচর হাজী বাড়ী মোড়ের ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু নিখোঁজ অটোরিক্সা চালকের সাথে মোবাইল ফোন নেই তাই নিজস্ব সোর্সের মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিক্সা চালক

২৮ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ