পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাবিবুর রহমান : উচ্চ আদালতের নির্দেশের পর আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১৫ হাজার পুল শিক্ষকের স্থায়ী নিয়োগে আর কোন বাধা নেই। তারপরও মাসের পর তাদের নিয়োগ আটকে আছে। সংসদীয় স্থায়ী কমিটির করা সুপারিশ এবং চুক্তির শর্ত অনুযায়ী তাদেরকে পুল শিক্ষকের নিয়োগ দেয়া হচ্ছে না। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে ভূক্তভোগী শিক্ষকদের। এসব শিক্ষক আবারো অভিযোগ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ আইন ও সংসদ বিষয়কমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে।
পুল শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন ইনকিলাবকে বলেন. আমরা পুল শিক্ষকদের নিয়োগ দিতে মন্ত্রী ও মন্ত্রণালয়কে অনেকবার সুপারিশ করেছি। কিন্তু মন্ত্রী আমাদের বলেছেন আইনী প্রক্রিয়া শেষ করে নিয়োগ দেয়া হবে। কখন এ প্রক্রিয়া শেষ হবে তা আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১১ সালের ৪ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৭ হাজার ৭২০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে ১২ হাজার ৭০১ জনকে শূন্য পদে নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে রাখা হয় পুলভুক্ত হিসেবে। এরপর শিক্ষক পুল গঠনের জন্য ২০১২ সালে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরিপত্র জারি করে এবং দুই বছর পর ‘শিক্ষক পুল’ নীতিমালা প্রণয়ন করে। ওই নীতিমালায় ছয় মাসের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলে জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীদের সইও নেওয়া হয়। কিন্তু উত্তীর্ণ প্রার্থীদের স্থায়ী নিয়োগ না দিয়ে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবারো বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগের অপেক্ষায় থাকা ৫২ জন আবেদনকারী ওই বছর রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেয়। রুলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের নির্দেশ দেন। এ পর্যন্ত ৭১টি একই ধরনের মামলায় রায় দিয়েছে আদালত। উক্ত রায়ের বিরুদ্ধে আপীল করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। গত ১১ জুলাই ওই আপীল খারিজ করে রায় দেয় আদালত। এই রায়ের পর পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগে কোন বাধা নেই বলে জানান রিটকারীদের আইনজীবী ব্যারিষ্টার আমিরুল ইসলাম। তিনি আরো জানান, পুল শিক্ষকদের নিয়োগের আগে অন্য কোন নিয়োগ দেওয়া যাবে না। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশেও নিষেধাজ্ঞা প্রকাশ করেছে আদালত।
একই কথা জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত ৬ সেপ্টেম্বর পুল শিক্ষকদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। প্রতিনিধি দল গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রী তাদেরকে জানান, রায়ের পর পুল শিক্ষকদের নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি লিখিত নোট দিয়েছেন। নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এবিষয়ে অধিদপ্তর দ্রুত পদক্ষেপ নিবে বলে মন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন।
প্রতিনিধি দলের সদস্য সাতক্ষীরার পুল শিক্ষক শরীফ মাহমুদ ইনকিলাবকে জানান, মন্ত্রীদের প্রতিশ্রুতি সত্ত্বেও এবিষয়ে এখনো কোন উদ্যোগ দেখা যায়নি। এরআগে সংসদীয় কমিটির পক্ষ থেকেও একই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অধিদপ্তর যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগ আটকে আছে।
এবিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর ইনকিলাবকে জানান, পুল শিক্ষকদের নিয়োগের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি তাদের রয়েছে। তবে আদালতের নির্দেশনার কপি তাদের হাতে না পৌছানোর কারণে কাজ শুরু করতে পারছেন না। আদালতের নির্দেশনা পাওয়া মাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
খুলনার পুল শিক্ষক সেবাজী বিশ্বাস জানান, স্থায়ী নিয়োগ তো দূরের কথা, পুল শিক্ষকরা নিয়মিত কাজও পাচ্ছেন না। আবার তারা অন্যান্য সহকারী শিক্ষকদের মত সমান দায়িত্ব পালন করলেও তাদেরকে দপ্তরীর থেকেও কম বেতন দেওয়া হচ্ছে। এরপর পুল শিক্ষকদের অনেকের চাকুরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। ফলে তারা ভবিষ্যতের কথা ভেবে শংকিত হয়ে পড়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গত বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২৭ হাজারের মধ্যে ২২ হাজার প্যানেল শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। একইভাবে ১৫ হাজার পুল শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আইনী প্রক্রিয়া শেষ না হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত এই প্রক্রিয়া শেষ করে পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এরপর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি দেয়া হবে বলেও তিনি জানান। সরকারী নীতিমালা অনুযায়ী, পুল শিক্ষকদের মাসিক সম্মানী হবে সর্বসাকুল্যে ৬ হাজার টাকা, সরকারী ছুটি ব্যতিত অন্য কোনো প্রকার ছুটি দাবি করতে পারবেন না পুল শিক্ষকগণ, কর্তব্যস্থলে অনুপস্থিত থাকিলে প্রতিদিনের জন্য ২০০ টাকা হারে কর্তন হবে, অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে সর্বোচ্চ ৭ দিনের বিনা বেতনে ছুটি নিতে পারবেন এবং প্রতিবার নিয়োগের সময় ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রণীত মুচলেকায় স্বাক্ষর দিয়ে যোগদান করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।