Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি থেকে খালেদা জিয়াকে বাদ দিতে হবে-তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গী বিপদমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়তে জামায়াত নিষিদ্ধ এবং জঙ্গী উৎপাদনের কারাখানা বিএনপি থেকে খালেদাকে বাদ দিতে হবে। তা নাহলে দেশকে জঙ্গীমুক্ত ও বৈষম্যহীন সুশাসনের দেশে পরিণত করা যাবে না। গতকাল (বুধবার) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। দৌলতপুর জাসদের আহ্বায়ক অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে জাসদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। দৌলতপুর জাসদের যুগ্ম আহ্বায়ক শরিফুল কবীর স্বপনের সঞ্চালনে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমানের বাচ্চা-কাচ্চাদের কাছ থেকে জনগণ নীতি-নৈতিকতা শিখবে না। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল বা বিএনপির অন্য নেতারা বর্তমান সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুলছেন তা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অনৈতিক বা অবৈধ বলার দিন শেষ। মন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচিত, বৈধ ও সাংবিধানিক সরকার, এটা দেশের মানুষসহ বিশ্ববাসী জানেন। এ নিয়ে বিএনপির প্রশ্ন তোলার কোন অধিকার নেই। তথ্যমন্ত্রী অবৈধ সামরিক শাসক জেনারেল জিয়ার বাচ্চা-কাচ্চারা দেশে যে অন্যায় ও অপরাধ করেছে তার জন্য আল্ল­াহর কাছে তওবা ও জনগণের কাছে মাফ চাওয়ার কথা বলেন। হাসানুল হক ইনু আগামী দিনের ভবিষ্যৎ জাসদ উল্লেখ করে বলেন, জঙ্গী দমনের জন্য মহাজোট সরকারের দরকার, সমাজ বদলের জন্য জাসদ দরকার, নারী-পুরুষ সমতায় জাসদ দরকার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জাসদ দরকার। আর দরকার খুনিদের আশ্রয়স্থল বিএনপি ও যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে মানুষ পুড়ানোর দায় থেকে মুক্ত করতে বেগম খালেদাকে রাজনীতি থেকে অপসারণ করা। শেষে অধ্যক্ষ রেজাউল হককে সভাপতি ও শরিফুল কবীর স্বপনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্যবিশিষ্ট দৌলতপুর জাসদের কমিটির নাম ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি থেকে খালেদা জিয়াকে বাদ দিতে হবে-তথ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ