Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ঢাকার দুই সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কি পদক্ষেপ নিয়েছে তা তিন মাসের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৪১ ধারা অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া পদক্ষেপ সম্পর্কে দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রুলে বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কেন যথার্থ পদক্ষেপ নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৯ মে শুনানির জন্য পরবর্তী দিন রেখেছে আদালত। আদালতে সৈয়দ মহিদুল কবির নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে ওই আইনজীবী বলেন, ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের তৃতীয় তফসিলে বর্জ্য ব্যবস্থাপনায় করপোরেশনের রাস্তায় ডাস্টবিন স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা আছে। স্থানীয় সরকার আইন, পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা বিবাদীরা সুষ্ঠুভাবে প্রতিপালন করছে না বলে রিট আবেদনটি করা হয়। বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট আইন সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে না বলে গত ১০ জানুয়ারি জনস্বার্থে আইনজীবী সৈয়দ মহিদুল কবির রিট আবেদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ