পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে গত বুধবার থেকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে “সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং” শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, ব্যাংকের আইটি অবকাঠামো এবং তথ্য নিরাপদ রাখতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের আইটি নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত কোর্সসমূহ অব্যাহত রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের আইটি বিভাগসমূহের নির্বাহী ও কর্মকর্তাসহ মোট ১০ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল, উপমহাব্যবস্থাপক মোঃ সাফায়েত হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।