Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকালে স্কুল বিকালে পাপড় বিক্রি

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর থেকে : বয়স কতইবা হবে ওর ৮ কিংবা ৯। ছোট্ট ফুটফুটে রাবেয়া। পড়ে ২য় শ্রেণিতে। দিনের প্রথম প্রহরে স্কুলে পড়াশুনা করে আর বিকালে পাপড় বিক্রি করে। বিক্রি করা পাপড়ের সমুদয় টাকা তুলে দেয় বাবা-মায়ের হাতে। এভাবে রিকশা চালক বাবার চার সদস্যের পরিবার চলছে।
রাবেয়া জানায়, বাবা-মা অত্যন্ত গরিব। বাবা লুৎফর রহমান পেশায় রিকশা চালক। মা সাথী বেগম বাসাবাড়িতে কাজের পাশাপাশি নিজের সংসারের কাজ করেন। অভাবের সংসার। বড় বোন লতা সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বাবা-মায়ের রোজগারে সংসার চলে না। ফলে তাদের জামা-কাপড় ও পড়াশুনার খরচ অভাবী পরিবার মেটাতে পারে না।
আট বছরের রাবেয়া স্টেশনের পাশে ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। স্কুলের সন্নিকটে শহরের রসুলপুরে একটি ক্যাম্পে তাদের বসবাস। অনেকটা নোংরা পরিবেশে বেড়ে ওঠা রাবেয়ার। পরিবারের দুঃখ দুর্দশায় বাধ্য হয়ে ফেরি করে পাপড় বিক্রি করছে। সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত স্কুলে লেখাপড়া করে। স্কুল থেকে বাসায় ফিরে বিকাল ৪টায় ভাঁজা পাপড় পলিথিনের বস্তায় ভরে কাঁধে ঝুলিয়ে বিক্রি করে রোজগার করছে।
প্রতিটি পাপড় বিক্রি হয় ৫ টাকায়। এজন্য রাবেয়াকে শহরের অলিগলি সর্বত্র বেড়াতে হয়। এভাবে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩শ’ টাকার পাপড় বিক্রি করে সে। হিসেব কষে পুরো টাকা বুঝে দেয় বাবা-মায়ের হাতে। শহরের দোকানদার, ব্যবসায়ী, পথচারীরা তার পাপড়ের নিয়মিত খরিদ্দার। তবে রাবেয়া বাকিতে কোনো পাপড় বিক্রি করে না।
রাবেয়ার স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আজিজুল ইসলাম বলেন, মেধাবী ছাত্রী রাবেয়ার পাশে বিত্তবান মানুষ দাঁড়ালে সে ভবিষতে অনেক ভাল ফলাফল করবে।
অভাবের মাঝেও দুই বোন লতা ও রাবেয়ার লেখাপড়ার অদম্য ইচ্ছে দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রশংসা করেছেন। ভূপেন হাজারিকার গানের কথায় ‘মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সকালে স্কুল বিকালে পাপড় বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ