Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে ‘স্বপ্ন’র ৫৫তম আউটলেট

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

‘স্বপ্ন’ বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন শপ। ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’- এই সেøাগান নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৫৪টি নিজস্ব সুসজ্জিত বৃহৎ অউটলেটের এবং ১৩টি ফ্রেনচাইজি’র মাধ্যমে ‘স্বপ্ন’ নিত্য নতুন অফার ও বাজার দর থেকে সাশ্রয়ী মূূল্যে পণ্য সরবরাহ করে কাস্টমারদেরকে সর্বোত্তম সেবা প্রদান করে আসছে। সেবার এই ধারাবাহিকতা বজায় রাখতেই রাজধানীর মিরপুর সেকশন ৬, মিরপুর সেকশন ৭, মিরপুর সেকশন ১১ ও এর আশেপাশের এলাকার ভোক্তা সাধারণের কথা মাথায় রেখে ‘স্বপ্ন’ সম্পূর্ণ নতুন আঙ্গিকে বৃহত্তর পরিসরে গত শুক্রবার, ০৭ অক্টোবর মিরপুর সেকশন-১১ এ ৫৫তম অউটলেটের উদ্বোধন করেছে।
ঢাকা-১৫ সংসদীয় আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এই নতুন আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসিআই লজিস্টিকস লি: (স্বপ্ন) এর অপারেশনস ডিরেক্টর জনাব আবু নাসের উপস্থিত থেকে আগত ভোক্তা সাধারণকে স্বাগত জানান। অনুষ্ঠানে ‘স্বপ্ন’র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরপুরে ‘স্বপ্ন’র ৫৫তম আউটলেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ