Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুড়িগ্রামে জব ফেয়ার প্রশিক্ষণ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে তিনদিনব্যাপী জব ফেয়ার প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম টেকনিকেল ট্রেনিং সেন্টার চত্বরে প্রশিক্ষণের আয়োজন করে গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যুরো ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং (বিএমইটি)-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সেলিম রেজা। জেলায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার জন্য এই প্রশিক্ষণের উদ্যোগ। জেলায় পর্যায়ক্রমে লক্ষাধিক নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিনা খরচে একমাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ পরিচালনা করবে। ২৫ থেকে ৪৫ বছর বয়সী বিদেশগামী মহিলা কর্মী তৈরি করাই এর লক্ষ্য হবে। এই প্রশিক্ষণ আগামী দুই বছর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমইটি’র ডিরেক্টর ট্রেনিং খলিলুর রহমান, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মি. বেনিতাং, সৌদি আরবের ফ্যালকন গ্রæপের ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আব্দুল হাদী, গ্রæপ ডাইরেক্টর ওসামা তালাত ফাহমি, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইসলাম এবং লাবণী তালুকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রামে জব ফেয়ার প্রশিক্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ