পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার ফটকা বাজার নয়। এ বাজার বৈজ্ঞানিক ও অর্থনীতির ওপর নির্ভর করে। যারা পুঁজিবাজার ভালোমতো বুঝতে পারেন তাদের এখানে বিনিয়োগ করা উচিত।
গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
পুঁজিবাজার আর নিচে নামবে না বলেও মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত নয়। এটা একটি দীর্ঘমেয়াদি বাজার। এখানে লম্বা সময় ধরে টিকে থাকতে হবে। এটা কাঁচাবাজারের মতো বাজার নয়।
তিনি বলেন, কোনো দেশের অর্থনীতি পুঁজিবাজার বাদ দিয়ে চলতে পারে না। এ বাজারের আরও উন্নয়ন করতে হবে। বাজারের রেগুলেশন ও আইন আরও শক্তিশালী করতে হবে। দেশের পুঁজিবাজার আগামীতে আরও শক্তিশালী হবে। কারণ, দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো।
পরিকল্পনামন্ত্রী বলেন, পুঁজিবাজারে সাফার সার্ভিস চালু করা দরকার। যাতে করে ক্ষতিগ্রস্তরা কিছুটা সুফল পায়। বাজার ক্ষতিগ্রস্ত হলে সরকারের বিরুদ্ধে কথা আসবেই। বাজার অস্বাভাবিকভাবে ওঠা-নামা করার কারণ খুঁজে বের করতে হবে। এ বাজারে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা দরকার, কিভাবে পুঁজিবাজারকে দেখতে চাই। অনেকে চাইবে ১০ টাকা থেকে ১০০ টাকা করতে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি দীর্ঘমেয়াদি প্ল্যান দরকার।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়েদুর রহমান, প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেইন, লংকাবাংলার প্রধান নির্বাহী খন্দকার কায়েস হাসান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।