Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসিকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ প্রেসিডেন্টের

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনগণের আস্থা রক্ষা এবং নিজেদের সুনাম বজায় রেখে নিরপেক্ষভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। গতকাল বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
এর আগে নির্বাচন পরিচালনা করার সময়ে প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখার শাস্তিমূলক ব্যবস্থার প্রধান দুটি ক্ষমতা খর্ব করার পরের দিন প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সাথে ছিলেন বাকি তিন কমিশনার। তবে বর্তমানের প্রধান এই ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানাননি ইসি। সিইসি সাক্ষাতে যাওয়ার আগে ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, নিয়মিত সাক্ষাৎ হিসাবে যাচ্ছি। আর ফিরে এসে জানান, স্মার্টকার্ড ও ইউপি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে ক্ষমতা খর্ব করে বিধিমালা চূড়ান্ত করার পরের দিনের এই সাক্ষাৎ নিয়ে ইসি সচিবালয় ও সংশ্লিষ্টদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কোনো নির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে তারা সাথে ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী এবং কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম। আরেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ দেশের বাইরে থাকায় তিনি সঙ্গী হতে পারেননি।
বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে ইসি কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সিইসি বলেন, রাষ্ট্রপতির কাছে আমরা তো প্রতিবছরই যাই, আজ হঠাৎ করে যাচ্ছি।
বৈঠক থেকে ফিরে সচিব সিরাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বর্তমান কমিশনের চার বছর পূর্তি হলো। এছাড়া সামনে ইউপি নির্বাচন। তাই সৌজন্য সাক্ষাতে ইউপি নির্বাচনসহ আগের নির্বাচনগুলো নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, আগামী রোববারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে ৬-৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চে দুই দফা হবে। অবশিষ্টগুলো এপ্রিলে অনুষ্ঠিত হবে। প্রতি দফায় ভোট হবে ৫ শতাধিক ইউপিতে।
সাক্ষাৎ শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে বলেছেন, কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণবিধি সংশোধন করেছে। প্রতিনিধিদল প্রেসিডেন্টকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
প্রেসিডেন্টের দিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ইসিকে আহ্বান জানিয়েছন।
আগামী মার্চ থেকে জুন মাসের মধ্যে ছয়টি ধাপে চার হাজার ২০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করছে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রেসিডেন্টকে জানায় ইসি।
জানা গেছে, কমিশন তাদের মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্য ইসির নিয়োগ পায়। ৯ ফেব্রুয়ারি তারা শপথ নিলেও ইসিতে যোগ দেন ১২ ফেব্রুয়ারি।
ইসির একটি সূত্র জানিয়েছে, বর্তমান কমিশনের চার বছরের সার্বিক অগ্রগতি ও অন্যান্য বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে তার সঙ্গে দেখা করতে গেছেন কমিশনের সদস্যরা। দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেল ইসি।
ইসির এক কর্মকর্তারা জানান, এ মুহূর্তে নির্বাচন কমিশনে দেশের ১০ কোটি নাগরিকের হাতে উন্নতমানের স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান। এই কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করার আগে এই কাজের সার্বিক পরিস্থিতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জানাতে হয়। সে কারণে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্টকার্ড দেখানো হয়েছে।
এদিকে দুটি ক্ষমতা খর্ব করে বিধিমালা চূড়ান্ত করার পরের দিনের এই সাক্ষাৎ নিয়ে ইসি সচিবালয় ও সংশ্লিষ্টদের মাঝে বেশ কৌতূহল ও গুঞ্জনের সৃষ্টি হলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে ইসির একটি সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসিকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ প্রেসিডেন্টের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ