Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সেঁজুতি ট্রাভেলসকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

যাত্রী হয়রানির ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেজুঁতি ট্রাভেলসের মালিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল সোমবার আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)’র সভাপতি মাশহুদুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পক্ষে এ নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এ নোটিশ দেন। পরিবহন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর দীনেশ চন্দ্র দাস ছাড়াও ম্যানেজারকে নোটিশের ‘প্রাপক’ করা হয়। নোটিশের বিষয়ে অ্যাডভোকেট মোতাহার হোসেন বলেন, গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক পিকনিকের জন্য সেঁজুতি ট্রাভেলসের ৩টি এসি বাস ভাড়া করা হয়। রিজার্ভ করা সত্তে¡ও যাত্রা শুরুর দিন এবং ফেরার দিন সঠিক সময়ে বাস সরবরাহ করা হয়নি। এছাড়াও চুক্তি অনুযায়ী ভালো বাস সরবরাহ না করে ফিটনেসহীন বাস সরবরাহ করায় বৃষ্টিতে বাসের ভেতরে পানি ঢোকায় যাত্রীদের বসে কিংবা দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। এমনকি বক্সের ভেতরে থাকা মালামাল ভিজে ক্ষতিগ্রস্ত হয়। এতে সংগঠনটির সদস্যরা বিশাল ক্ষতির মুখে পড়েন। বৃষ্টিতে ভেজার কারণে সদস্য এবং শিশুসহ তাদের পরিবারের সদস্যরা জ্বরাক্রান্ত হয়। এমনকি ফেরার দিন তৃতীয় বাসটি হোটেলের সামনে পৌঁছাতে প্রায় ২ ঘণ্টা দেরি করে। এর ফলে রাঙামাটির অসহ্য গরমের মধ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে পুনরায় হোটেল রুম ভাড়া করে সেখানে অবস্থান করায় সংগঠনের আর্থিক ও সদস্যরা শারীরিকভাবে ক্ষতির মুখোমুখি হন।

রাঙামাটি থেকে ফেরার সময় বাস ভাড়া চুক্তির অবশিষ্ট অর্থ পরিশোধের জন্য মাঝ রাস্তায় বাস থামানো হয় এবং ভাড়ার টাকা না দিলে বাসে জ্বালানি ভর্তি করা সম্ভব হবে না বিধায় টাকা আদায়ে বাধ্য করে বাস কর্তৃপক্ষ।
ফলে চুক্তি অনুসারে ভালো বাস সরবরাহ না করায় চুক্তিভঙ্গ এবং মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এতে করে সংগঠনটির সদস্য এবং তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতি এবং দুর্দশার শিকার হয়েছেন। তাই উক্ত নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সংগঠনটিকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় সেঁজুতি ট্রাভেলসের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঁজুতি ট্রাভেলস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ