পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা রূপালী ব্যাংকের সব শাখা ও উপশাখায় আয়কর, পাসপোর্ট ফি, ভ্যাট ও সরকারি অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ চুক্তির ফলে রূপালী ব্যাংকের যে কোন শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি সহজেই পরিশোধ করা যাবে। এ সময় রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জিএম খান ইকবাল হোসেন, ডিজিএম মো. মইনুদ্দিন মাসুদ ও মু: শাহজাহান শরীফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।