পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদরাসা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্ট্রারকে তলব করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাদের তলব করেন।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিন ‘অ্যাডহক কমিটি’ গঠন করে প্রজ্ঞাপন জারি করায় সেটি বাতিলের আবেদন জানানো হয় হাইকোর্টে। প্রাথমিক শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত। আগামী ২৯ সেপ্টেম্বর তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় শোক দিবস সরকারি ছুটির দিন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার।
জাতীয় শোক দিবসে প্রজ্ঞাপন জারি করে কমিটির অনুমোদন দেয়ায় ওই মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেন। আবেদনের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর। আবেদনে সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।