পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বনানী থেকে ওয়াহিদ খান (৩৮) নামের এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি বনানীর ডি ব্লকের ১৩/এ রোডের ৯৬ নম্বর বাড়িতে অবস্থিত অরিয়েন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম লিমিটেডের ফিন্যান্স এ্যান্ড এডমিন কর্মকর্তা। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় বনানীর অফিস থেকে বের হয়ে যান মালিবাগে একটি অফিসের উদ্দেশ্যে। এরপর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পরদিন তার স্ত্রী নাহিদ তাসলীমা বাদী হয়ে বনানী থানায় একটি জিডি করেন।
অরিয়েন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম প্রতিষ্ঠানের কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, ১২ সেপ্টেম্বর ওয়াহিদ খান সকাল সাড়ে ৮ টার দিকে অফিসে প্রবেশ করেন। এর কিছু সময় পর তিনি অফিস থেকে বের হন। আবার তিনি অফিসে প্রবেশ করেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুযায়ি সকাল ৮ টা ৫৮ মিনিটে তিনি কিছু কাগজপত্র হাতে নিয়ে বের হন। বের হওয়ার সময় তিনি অফিসকে জানিয়েছিলেন যে তাকে মালিবাগে একটি অফিসে ডাকা হয়েছে। মালিবাগে যাওয়ার সময় তিনি অফিসের গাড়ি ব্যবহার করেননি।
ঘটনার কয়েক ঘন্টা পর ওয়াহিদ খানের স্ত্রী অফিসে ফোন করে জানান যে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে ওয়াহিদ খানের খবর নেই। রূপনগরের শিয়ালবাড়ী এলাকার ৬ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে ওয়াহিদ খান সপরিবারে থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।