পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : বিকট শব্দে বিস্ফোরণের পর নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় থেকে হাক্কানি পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে। পাশাপাশি এ বিস্ফোরণে উড়ে গেছে ড্রেনের সø্যাব, বেকে গেছে একটি কালভার্ট।
গতকাল (বুধবার) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার আশঙ্কায় রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। রাতে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের আশঙ্কা রাস্তার নিচে থাকা পাইপলাইন বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছিলেন।তারা বিষয়টি পরীক্ষা করে দেখছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরিফিন জুয়েল বলেন, হয়তো রাস্তার নিচে থাকা গ্যাস লাইনের বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। বিষয়টি পরীক্ষা করে দেখছেন কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এরপর কি কারণে এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, বিস্ফোরণের ফলে প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে রাস্তা দেবে গেছে ও ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ড্রেনের সø্যাব উড়ে গেছে। একটি কালভার্টও বেকে গেছে। এজন্য ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।