Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা পুলিশের বদনাম করছে তাদের ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : যারা পুলিশ বাহিনীতে ঢুকে পুলিশের বদনাম করছে দুষ্কর্ম করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের মধ্যে দু’একজন দুষ্কর্ম করতেই পারে। কিন্তু যারা দুষ্কর্ম করছে আমাদের পুলিশ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়।
দু’একটি ঘটনা ঘটেছে কিন্তু আপনারা দেখেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যারা এসব করছে তাদের সঙ্গে সঙ্গে ক্লোজ করা হচ্ছে, প্রত্যাহার করা, বরখাস্ত করা হচ্ছে। তাদের ইনকোয়ারি কমিটি তাৎক্ষণিকভাবে করে দেয়া হয়েছে। তদন্ত চলছে এবং তাদের বিচার শুরু হয়েছে। পুলিশ হোক, র‌্যাব হোক, কেউ কিন্তু বিচারের ঊর্ধ্বে নয়। যে দুষ্কর্ম করবে তাদের তাকে শাস্তি পেতেই হবে।
গতকাল জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লিখিত কথাগুলো বলেন প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম পিপিএম বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক সোলাইমান আলী, নৃপেন্দ্রনাথ পিপি, কমিউনিটি পুলিশিং-এর জেলা সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশকে ঢেলে সাজাচ্ছি। পুলিশ বাহিনীর জন্য যা কিছু করা দরকার তার সবই করা হচ্ছে। জয়পুরহাটে এসে আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে আমরা অনেকখানি এগিয়ে গেছি, আমাদের নেতৃত্ব, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, বিজিবি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। সরকার এ লক্ষেই কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যারা পুলিশের বদনাম করছে তাদের ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ