Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘের আক্রমণে শ্রীবরদীতে মেয়র আবু সাইদ গুরুতর আহত

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০১৬

শেরপুর জেলা সংবাদদাতা : বাঘের আক্রমণে শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাইদ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা সাড়ে এগারটার দিকে পৌর শহরের জালকাটা বোরো ক্ষেতের সেচ পাম্পের পরিত্যক্ত ঘরে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে আশপাশের লোকজন পরিত্যক্ত ঘরে একটি বাঘ দেখতে পায়। এ খবর শোনে এলাকার উৎসুক লোকজন ভীড় করে সেখানে। পরে পৌরসভার মেয়র আবু সাইদ ও এলাকার শত শত লোক ওই পরিত্যক্ত ঘরের কাছে গেলে বাঘটি অতর্কিতভাবে মেয়র আবু সাইদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন লাঠিসোঁটা দিয়ে বাঘটিকে মেরে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় মেয়র আবু সাইদকে উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে উৎসুক জনতা বাঘটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এক গাছের ঝুলিয়ে রাখেন। ক’দিন যাবত বাঘটি গারো পাহাড় থেকে এসেছিল বলে এলাকায় বেশ আলোচনা চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঘের আক্রমণে শ্রীবরদীতে মেয়র আবু সাইদ গুরুতর আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ