Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালির কুহেলিয়া নদী ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কক্সবাজারের পেকুয়া এবং মহেশখালির কুহেলিয়া নদী ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির ( বেলা) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত রোববার দেয়া আদেশের বিষয়টি গতকাল সোমবার সাংবাদিকদের নিশ্চিত করেন বেলার কৌঁসুলি এডভোকেট সাঈদ আহমেদ কবীর।
আদেশের বিষয়ে এই আইনজীবী জানান, বেড়িবাঁধ এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য কক্সবাজার জেলার পেকুয়া ও মহেশখালীর কুহেলিয়া নদী ভরাটে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই সঙ্গে নদী ভরাটের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ ও প্রকল্পের বাস্তবায়ন এবং পরিবেশগত ছাড়পত্রের বর্তমান অবস্থার প্রতিবেদন ৩ মাসের মধ্যে আদালতে জমার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে কুহেলিয়া নদী রক্ষায় বিবাদীগণের ব্যর্থতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণে (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র কেন বাতিল, ভরাটকৃত মাটি অপসারণ ও নদীর মূল প্রবাহ পুনরুদ্ধার, সিএস ম্যাপ অনুযায়ী সীমানা চিহ্নিতকরণ এবং কুহেলিয়া নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করার নির্দেশ কেন করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
আবেদনে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের গত ২৫ জানুয়ারির নোটিশ অনুযায়ী মহেশখালী-মাতারবাড়ী এলাকায় রাজঘাট সংলগ্ন কুহেলিয়া নদীর পাড় ঘেঁষে রাজঘাট ব্রিজ থেকে মোহিরাঘোনা পর্যন্ত ৬ দশমিক ৫ কি.মি. দীর্ঘ বেড়িবাঁধ কাম সংযোগ সড়ক নির্মাণের জন্য ভরাট করা হয় কুহেলিয়া নদী। নদী ভরাট ও রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিকে একাধিক সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথ তৈরি করতে সড়ক ও জনপথ অধিদপ্তর ১২ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ নদীর সাড়ে ৭ কিলোমিটার ভরাট করে নির্মাণ করতে যাচ্ছে চার লেনের সড়ক।
নদীর পূর্ব অংশ থেকে উত্তোলিত বালু দিয়ে ভরাট করা হয়েছে নদীর পশ্চিম অংশ। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ইতোমধ্যে এ নদীর প্রায় দুই কিলোমিটার ভরাট করে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে নদীর অস্তিত্ব। আরও সাড়ে ৫ কিলোমিটার এভাবে ভরাট করে তৈরি হবে সড়কটি।
ক্রমাগত ভরাট কার্যক্রম অব্যাহত থাকায় ইতোমধ্যে নদীর তলদেশে জমেছে পলি ও চর। যেখানে আটকে যাচ্ছে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌকা। নদী সংকুচিত হয়ে পরিণত হয়েছে একটি মৃত প্রায় খালে।স্থবির হয়ে পড়েছে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা নৌ-যোগাযোগও। এ অবস্থায় কুহেলিয়া নদী রক্ষার জন্য জনস্বার্থে রিট করে বেলা। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম অঞ্চল) পরিচালক, মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার পেকুয়া, উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার, কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সওজ মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুহেলিয়া নদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ