Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা ৮ দিন উত্থানের পর সংশোধনে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

টানা আটদিন উত্থানের পর বাজারে সংশোধন এসেছে। সূচক পতনের মধ্য দিয়ে গতকাল দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৪৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এদিন ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত বাজারে সূচকের বড় পতন হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে বাজারের সংশোধন হিসেবে দেখছেন।

ডিএসই’র তথ্য মতে, গতকাল বাজারে মোট ৩৭৬টি প্রতিষ্ঠানের ৬৩ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৬৭টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ ৪১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে সাত হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসই’র অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৫৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক নয় পয়েন্ট কমে দুই হাজার ৬৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট কমে ২০ হাজার ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্থানের পর সংশোধনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ