Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বহুজাতিক শেয়ারে বাজিমাত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সপ্তাহজুড়ে এই কোম্পানিগুলো রিটার্ণেও বাজিমাত দেখিয়েছে।

এতে করে কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহও বেড়েছে বিনিয়োগকারীদের। অন্যদিকে, বহুজাতিক কোম্পানির অবদানে সপ্তাহজুড়ে সূচকেরও উর্ধ্বগতি লক্ষ করা গেছে। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গেলো সপ্তাহে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ণ দিয়েছে বাটা সু।

কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৯ দশমিক ৪০ শতাংশ রিটার্ণ দিয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭৫ টাকা ২০ পয়সায়। একইভাবে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ১২ দশমিক ৬০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫৮ টাকা ৮০ পয়সায়। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৪ টাকা ৬০ পয়সায়। এছাড়াও, লিনডে বাংলাদেশ বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫০৫ টাকা ৫০ পয়সায়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৭ দশমিক ১০ শতাংশ।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯৮৮ টাকা ৩০ পয়সায়। গ্রামীণফোন বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮৬ টাকা ৫০ পয়সায়। আরএকে সিরামিক রিটার্ণ দিয়েছে ৬ দশমিক ২০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায়। হাইডেলবার্গ সিমেন্ট রিটার্ণ দিয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭৩ টাকা ১০ পয়সায়।

এছাড়াও পাঁচ শতাংশের কমে রিটার্ণ দিয়েছে এমন কোম্পানির মধ্যে, বার্জার পেইন্টস বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৬২ টাকা। রেকিট বেনকিজার রিটার্ণ দিয়েছে ৪.১০ শতাংশ।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪৯৯ টাকা ৪০ পয়সা। ম্যারিকো বাংলাদেশ রিটার্ণ দিয়েছে তিন শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৯২ টাকা ৬০ পয়সায় এবং লাফার্জহোলসিম লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে শূণ্য দশমিক ৯০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৪০ পয়সা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহুজাতিক শেয়ার

১১ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ