পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : রবি গ্রাহকদের জন্য ফ্রি স্পন্সরড ইন্টারনেট আনল ইউটোপিয়া। রবি গ্রাহকরা ইউটোপিয়া মোবাইলের ওপেন মার্কেটিং প্লাটফরম ফোনপাসের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবি ও ইউটোপিয়া মোবাইল সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি সই করেছে। অনন্য এই প্লাটফর্মটির মাধ্যমে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান রবি গ্রাহকদের জন্য বিনামূল্যে ডাটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানানোর সুযোগ পাবেন।
রবি গ্রাহকরা সংশ্লিষ্ট সেবা বা অ্যাপ ডাউনলোড অথবা সাইটটি ভিজিটের মাধ্যমে সেবাটি গ্রহণ করতে পারবেন। এ পদক্ষেপের মাধ্যমে বিপুল সংখ্যক নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের আকৃষ্ট করে দেশে ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। ফোনপাসের মাধ্যমে রবি গ্রাহকরা বিভিন্ন জনপ্রিয় অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বর্তমান অফারের আওতায় প্লাটফর্মটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বিনু, দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়ডটকম, ট্যাক্সি বুক করতে ট্যাক্সিওয়ালা, কাইমু থেকে অনলাইনে কেনাকাটা, বাড়ি ক্রয়-বিক্রয় বা ভাড়া দিতে পিবাজারের সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
রবি নাম্বার থেকে ‘রবি ডট ফোনপাস ডট মোবি’ লগইন করে বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশে ফোনপাস প্রসঙ্গে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ মাইকেল আর্নড শানুট বলেন, রবির প্রধান লক্ষ্য হচ্ছে সারাদেশে সকল স্তরের গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। ফোনপাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের সম্মানিত গ্রাহকদের এই অন্যন্য সুযোগ প্রদানের জন্য ইউটোওপিয়া মোবাইলকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউটোপিয়া মোবাইলের সিইও সন্দীপ গাঙ্গুলি বলেন, ‘মোবাইল ডাটা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো স্পন্সরড ডাটা চালু করতে রবি আজিয়াটা লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য ফোনপাস যেমন একটি সুযোগ তৈরি করেছে আবার যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও আরো বেশি কন্টেন্ট ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে রবি’র ইন্টারনেট ব্যবহারকারী ও ইন্টারনেট ব্যবহার করেন না এমন গ্রাহকদের মধ্যে একটি সমন্বয় তৈরি হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।