Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসই’র সাথে বিএমবিএ-এর নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল গতকাল ডিএসই’র পরিচালনা পর্ষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিএমবিএ’র নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পুঁজিবাজারের গতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিকল্প নেই। একটি গতিশীল বাজার গড়ে তুলতে পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ নবনির্বাচিত প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিশাল দায়িত্ব রয়েছে। ডিএসই ও মাচের্ন্ট ব্যাংক বাংলাদেশের পুুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সকলের সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা সমাধান করা সম্ভব। মার্চেন্ট ব্যাংকগুলো বিগত দিনেও পুঁজিবাজারকে গতিশীল করার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মো. ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে সকলে সকলের পরিচিত। এ সংগঠন শুধু মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নয় এটি হলো ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেন্টস। পুঁজিবাজারের সকলের পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করা যায় তবে তা পুঁজিবাজারের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে। এসময় উপস্থিত ছিলেন, ডিএসই’র পরিচালক জনাব মো. রুহুল আমিন, এফসিএমএ, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. এম কায়কোবাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান, পিএসসি জনাব মো. শাকিল রিজভী, জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব খাজা গোলাম রসূল এবং জনাব শরীফ আনোয়ার হোসেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই’র সাথে বিএমবিএ-এর নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ