পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে শপিং এবং বেড়াতে যেতে পারবেন জাপানি জননী নাকানো এরিকো। নিজ সন্তানদের নিয়ে বাইরে বেরু হতে পারবেন পিতা ইমরান শরীফও। বাবা-মা দু’জনেই পৃথকভাবে তাদের বাইরে নিয়ে যেতে পারবেন।
এ সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। আলোচিত জাপানি মায়ের আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ ওই সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানোর বা মার্কেটে যাওয়ার উদ্দেশে বাইরে যেতে পারবেন জাপানি মা চিকিৎসক নাকানো এরিকো। বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক বাবা ইমরান শরীফও তার সন্তানদের নিয়ে ঘুরতে যেতে পারবেন।
তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর শিশুদের সঙ্গে রাতে থাকবেন মা। বাকি দিনগুলোতে বাবা-মা উভয়ই আগের নির্দেশ অনুযায়ী শিশুদের সঙ্গে থাকবেন। এ বিষয়ে পরবর্তী আদেশ ১৬ সেপ্টেম্বর। একইসঙ্গে হাইকোর্ট জাপানি মা নাকানো এরিকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব ভিডিও সরোনার নির্দেশ দিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর জাপানি মা ডা. নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এছাড়া শিশু মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানোর উদ্দেশে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েও আবেদন করা হয়। উভয় আবেদনের শুনানি শেষে উপরোক্ত সিদ্ধান্ত দিলেন আদালত।
এরও আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট জেসমিন ও লাইলা লিনাক বাবা-মাসহ রাজধানীর গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় বসবাস করবে-মর্মে আদেশ দেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।