Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঠ্যপুস্তকে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভাষণ প্রদানের স্থানে বঙ্গবন্ধুর তর্জনি ওঠানোর একটি ভাষ্কর্য স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে।

এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতির এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি শাহেদ নূর উদ্দীনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে রিটকারী অ্যাডভোকেট বশির আহমেদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে হাইকোর্ট সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালিন রেসকোর্স ময়দান) ভাষণদানকালে তর্জনি উঁচানোর ভাস্কর্য স্থাপনের জন্য বলেছেন। ভাস্কর্য স্থাপনের লক্ষ্যে একটি কমিটি করতেও বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. বশির আহমেদ। প্রাথমিক শুনানি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনঃনির্মাণ করে সেখানে তার ভাষ্কর্য এবং ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেন।

সংস্কৃতি মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহ্য রক্ষায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় উপরোক্ত আদেশ দেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ