Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহাজের ডেক ছিদ্র হয়ে পানিতে নিমজ্জিত কয়েকেশ’ গাড়ি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

মোংলা বন্দর জেটিতে আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি বহনকারী একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের ডেক বা তলদেশ ছিদ্র হয়ে পানি ঢুকে গাড়ি নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে। পানি অপসারণ করে জাহাজের ভিতরে থাকা গাড়িগুলো খালাস করা হয়েছে বলে দাবি করেছে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লি: ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এদিকে পানিতে নিমজ্জিত হওয়ায় গাড়িগুলো গ্রহণ করতে চাইছেন না আমদানীকারকেরা। পানিতে নিমজ্জিত থাকায় গাড়িগুলো ক্রেতাদের কাছে বিক্রি করা কষ্ট হয়ে যাবে বলে জানান আমদানীকারকেরা। তারা বলছেন, শিপিং এজেন্টের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোংলা বন্দর সূত্রে জানা গেছে, ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি আমদানিকৃত গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দরের জেটিতে ভিড়ে। জাহাজ থেকে গাড়ি খালাস শুরুর পর গত মঙ্গলবার জাহাজের ডেক ছিদ্র হয়ে ভিতরে পানি ঢুকে পড়ে। ‘মালশিয়া স্টার’ নামের জাহাজটি এর আগেও কয়েকবার মোংলা বন্দরে আমদানিকৃত গাড়ি খালাস করেছে। আমদানিকৃত গাড়ীগুলো খালাস করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার জাহাজটির বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার ক্যাপ্টেন শাহাদাত হোসেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টসহ সকলের যৌথ উদ্যোগে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। জাহাজের মধ্যে এখন পানি নেই। জাহাজে থাকা সবগুলো গাড়ি নামিয়ে ফেলা হয়েছে। জাহাজটিতে একটা ছিদ্র হয়েছিলো, যেটি মেরামতও করা হয়েছে। কিছু গাড়ি পানিতে নিমজ্জিত হয়েছিল। তবে তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে বুধবার বারভিডা’র প্রতিনিধিদল ঘটনাস্থলে আসেন।
আমদানিকৃত গাড়ী নিয়ে আসা ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট প্রতিনিধি ওহিদুজ্জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন আমদানিকারকের ৬৩৯টি গাড়ি নিয়ে জাহাজটি বন্দরে আসে। জাহাজটিতে একটি ছিদ্র হয়েছিল। ইতোমধ্যে পাম্প দিয়ে পানি বের করা হয়েছে। পানিতে ১৬টি গাড়ি সামান্য ভিজেছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার রাতে জাহাজটি এ বন্দর ছেড়ে যাবে বলে জানান তিনি।
আমদানীকারক আলমগীর কবীর রুবেল বলেন, শিপিং এজেন্টর গাফিলতির কারণে আমাদের ক্ষতি হয়েছে। সমস্যার সমাধান না হলে জাহাজ বন্দর ছাড়তে দেয়া হবে না। বন্দরকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। আমদানিকৃত বেশিরভাগ গাড়িই পূর্ব থেকে ক্রেতাদের ক্রয়াদেশের বিপরীতে কেনা।
কাজেই, গাড়ি আমদানিতে প্রচুর অর্থ বিনিয়োগ হয়েছে। অন্যদিকে, ক্রেতারা গাড়ি গ্রহণ না করলে তাদের অর্থ ফেরত দিতে হবে। ফলে লোকসানের বোঝা নিয়ে আমাদের পথে বসতে হবে।



 

Show all comments
  • সত্য কথা ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৩ এএম says : 0
    গাড়িগুলো যদি সমুদ্রের লবণাক্ত পানিতে ভিজে থাকে, এগুলোতে মরিচা ধরবে। এসব গাড়ি এখন কিছু হয়নি দেখা গেলেও আসবতে আসতে এগুলোতে জং ধরবে লোহাতে। গাড়িগুলো তো ফেলে দিবে না। শিপিং কোম্পানি আর মালিকদের মধ্যে চুক্তি হবে। ক্ষতিপূরণ কিছু দুযে গাড়ি খালাস করবে। এসব গাড়িই কম দামে কাস্টমারকে গছায দিবে। সবাই জিতবে। ঠকবে কাস্টমার আরকি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাজের ডেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ