Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে ভবন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পাহাড় কেটে এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ভবন নির্মাণ করায় চার প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদফরের মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ ক্ষতিপূরণ আরোপ করেন।

তিনি জানান, নগরীর খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকায় এ কে খান কোম্পানি ৩৭০ বর্গফুট পাহাড় কেটেছে। এর দায়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নুরউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে শুনানি শেষে ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। একই এলাকার সৈয়দ কুদরত-ই-খোদাকে চার লাখ ৪৪ হাজার, শাহজাহান হায়দার চৌধুরীকে এক লাখ ৮৭ হাজার ৫০০ এবং সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরণকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এক সপ্তাহের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড় কেটে ভবন

৯ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ