পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের পরামর্শ হিসেবে কোরিয়ান একটি কোম্পানিকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে গম-সার ক্রয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপানো, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য বৈদ্যুতিক খুটি ক্রয়সহ ১১টি দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। দেশে বাইরে থেকেই অনলাইনে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকের পর অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন।
তিনি জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় রামগড় স্থালবন্দর উন্নয়নের পূর্ত কাজ সম্পাদন শীর্ষক প্রকল্পের কার্যাদেশ অনুমোদন করা হয় মনিকো লিমিটেডের অনুকুলে। এতে ব্যয় হবে ১২৩ কোটি টাকা।
এদিকে পর্যটন এলাকা কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের দেওয়া হয়েছে কোরিয়ান একটি কোম্পানিকে। এতে ব্যয় হবে ৪১ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হবে। যা বিমান উড্ডয়ন ও অবরতণকে উন্নীত করবে আন্তর্জাতিক মানে। কাজটি পেয়েছে জয়েন্টভেঞ্চারে উজোগেজ সানজিন কোরিয়া।
আসছে ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮টি লটের মধ্যে অবশিষ্ট ৪৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ৭৩ কোটি টাকা। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন মাত্রার ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৭৯ কোটি টাকা।
শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ১৩ হাজার ট্রান্সফরমার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৪ কোটি টাকা। পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ৫১ হাজার এসপিসি বৈদ্যুতিক খুটি ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৭১ টাকা বৈঠকে নেত্রকোণায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ স্থাপন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমি উন্নয়ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ২৩৯ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় আরব আমিরাত থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন। এতে ১১৫ কোটি টাকা। কাতার থেকে আরো ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ও সউদী আরব থেকে চতুর্থ লটে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির দুইটি পৃথক দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২১ কোটি টাকা। এছড়া পানি সম্পদ মন্ত্রনালয়ের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয়। এতে ঐ প্রকল্পের ব্যয় ৩৮ কোটি বৃদ্ধি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।