Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টমসের ১৫ পদে রদবদল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কাস্টমস ও ভ্যাট বিভাগের আট অতিরিক্ত কমিশনার ও সাত যুগ্ম কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআরের কাস্টমস বিভাগের দ্বিতীয় সচিব আবুল হাশেম সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। অতিরিক্ত কমিশনার পদে ঢাকার পানগাঁও কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মাহফজুল হক ভূঞাকে পানগাঁওয়ে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামানকে ঢাকা পূর্ব কাস্টমস অফিসে; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমানকে রাজশাহীতে; এনবিআরের প্রধান কার্যালয়ের শামীম আর বেগমকে ঢাকা দক্ষিণ কাস্টমসে; রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের হাসান মুহম্মদ তারেককে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে; ঢাকা দক্ষিণের বেগম প্রমীলা সরকারকে কমলাপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং যশোর কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. নেয়ামুল ইসলামকে বদলি করে এনবিআরের প্রথম সচিব করা হয়েছে।

অপর আদেশে সাত যুগ্ম কমিশনারকে ঢাকা, চট্টগ্রাম, যশোর ও বেনাপোলে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর এক আদেশে শুল্ক ও আবগারি বিভাগের ৬৫ সহকারী কমিশনার ও ৩৬ উপ-কমিশনার পদে রদবদল করা হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৫ পদে রদবদল

৯ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ