পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গত সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, দ্য পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮ এর ৪বি ও ৪সি এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩ এর নির্দেশনা অনুযায়ী, অনুমোদনহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকগ্রহণ, পরিবহন ও বিলি-বিতরণ বেআইনি ও সম্পূর্ণভাবে বিধি-বহির্ভূত। এখন থেকে নথিপত্র বিতরণ ও গ্রহণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কুরিয়ার সেবা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।