Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. হাসিন অনুপমাকে হয়রানি বন্ধে গণবিশ্ববিদ্যালয়ের প্রতি রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

গণবিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হাসিন অনুপমা আজহারীকে হয়রানি করাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভাচুর্য়াল ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রুলে হাসিন অনুপমা আজহারীকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে দেয়া অব্যাহতি বাতিল করে কেন পুনরায় বহাল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। পরবতীর্ চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), গণবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত সোমবার দেয়া রুলের বিষয়টি গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন রিটের কেঁৗসুলি মাসুদ আর সোবহান। এ বিষয়ে এ আইনজীবী বলেন, গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হাসিন অনুপমা আজহারীর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। ড. হাসিন অনুপমার বিরুদ্ধে জার্মান সরকারের ছাত্রবৃত্তি প্রোগ্রামের অর্থের অবৈধ ও নিয়মবহির্ভূত ব্যবহার এবং ফান্ডের টাকা গণবিশ্ববিদ্যালয়ের কাজে ব্যয় না করে তার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট এনজিও ও ট্রেনিং সেন্টারে স্থানান্তর ও খরচ করেছেন—মর্মে অভিযোগ আনা হয়। এ নিয়ে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ ড. হাসিন অনুপমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তবে গণবিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের এসব অভিযোগ ও সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় রিট করা হয়। শুনানি শেষে আদালত উপরোক্ত রুল জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. হাসিন অনুপমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ