পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার কিট ক্রয়ের দরপত্র বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ (মঙ্গলবার)। গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হয়। পরবর্তী শুনানির জন্য আজ (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ।
মলতবির বিষয়ে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, সোমবার শুনানিকালে সরকারপক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, কিট কেনার বিষয়ে অনেক কোম্পানি দরপত্র দাখিল করেছিলো। সেখান থেকে দরপত্র বাছাই করা হয়েছে। তবে আমরা রিটকারী পক্ষ বলেছি, সরকারপক্ষের আইনজীবীর বক্তব্য যদি সঠিক হয় তাহলে তারা বিভিন্ন কোম্পানির দরপত্র দাখিলের নথিপত্র আদালতের সামনে হাজির করুক। এসময় আদালত সেসব নথিপত্র হাজিরের জন্য মামলার শুনানি দুই সপ্তাহ মুলতবি করেন।
এর আগে, গত ৩১ আগস্ট করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার কিট কেনার দরপত্র বাতিল চেয়ে রিট করেন ব্যারিস্টার পল্লব। রিটে কিট কেনার ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। গত ৩১ আগস্ট মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন। রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সরকারের রোগতত্ত¡, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক, চীনের সান সিউর বায়োটেক কোম্পানির বাংলাদেশী এজেন্ট ওভারসিজ মার্কেটিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়।
রিটকারী আইনজীবী বলেন, তিনটি লটে ১৮০ কোটি টাকার ২০ লাখ কিট কেনার জন্য গত ২২ আগস্ট উন্মুক্ত দরপত্র আহবান করেছে কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ। শুরু থেকেই এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কিনে আসছে। ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর করোনা শনাক্তকরণের আরটি-পিসিআর কিট উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় কেনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ। কিন্তু দরপত্রের শর্তের বেড়াজালে আটকে দেয়া হয়েছে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন কিট ক্রয়ের সম্ভাবনা। একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে বাণিজ্যিক সুবিধা দিতে এটি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।